ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

শেখ জামাল-রহমতগঞ্জ ম্যাচে পয়েন্ট ভাগাভাগি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, আগস্ট ১, ২০১৬
শেখ জামাল-রহমতগঞ্জ ম্যাচে পয়েন্ট ভাগাভাগি ছবি: উজ্জ্বল ধর / বাংলানিউজটোয়েন্টিফোর

ঢাকা: জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে নিজেদের তৃতীয় ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগভাগি করে নিল রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি।

আর এই ড্র’য়ে তিন ম্যাচে ৫ পয়েন্ট তুলে নিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

সমান সংখ্যক ম্যাচে রগমতগঞ্জের পয়েন্টও ৫।

সোমবার (০১ আগস্ট) চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে প্রথমার্ধের ৩০ মিনিটে গাম্বিয়ান মিডফিল্ডার ডারবো’র থ্র্রু পাস থেকে বল জালে জড়িয়ে শেখ জামালকে ১-০ তে এগিয়ে দেন ওয়েডসন। এই স্কোরে এগিয়ে থেকেই বিরতিতে যায় বর্তমান চ্যাম্পিয়নরা।

বিরতির পর দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে কঙ্গোর ফরোয়ার্ড সিয়ো জুনিপিয়ো বাঁ পায়ের শটে শেখ জামালের জালে বল জড়িয়ে ম্যাচে ১-১ এ সমতা আনেন। বাকি সময় আর কোনো গোল না হলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় দু’দলকে।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, ০১ আগস্ট ২০১৬
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।