ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

দুর্দান্ত খেলেও হারের বৃত্তে শেখ রাসেল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, আগস্ট ১, ২০১৬
দুর্দান্ত খেলেও হারের বৃত্তে শেখ রাসেল ছবি: উজ্জ্বল ধর / বাংলানিউজটোয়েন্টিফোর

চট্টগ্রাম: হারের বৃত্ত থেকে যেন কিছুতেই বেরিয়ে আসতে পারছে না এবারের আসরের অন্যতম শিরোপা প্রত্যাশী দল শেখ রাসেল ক্রীড়া চক্র। টানা দুই ম্যাচ হারের পর নিজেদের তৃতীয় ম্যাচেও চট্টগ্রাম আবাহনীর কাছে ২-১ গোলে হেরে পয়েন্ট হারিয়েছে প্রিমিয়ার লিগে বিগ বাজেটের এই দলটি।

চট্টগ্রামের হয়ে ম্যাচের শুরুতেই গোল করেন মো: ইব্রাহিম। শেখ রাসেলের হয়ে সমতাসূচক গোলটি করেন জামাল ভূঁইয়া। আর চট্টগ্রাম আবাহনীর হয়ে জয়সূচক গোলটি করেন লিওনেল প্রুইখ।    

সোমবার (০১ আগস্ট) এমএ আজিজ স্টেডিয়ামে শোকাবহ আগস্ট উপলক্ষে এক মিনিট নিরবতার মধ্যদিয়ে শুরু হয় চট্টগ্রাম আবাহনী-শেখ রাসেলের মধ্যকার হাই-ভোল্টেজের ম্যাচটি।

কিক অফের পর ম্যাচের বয়স যখন মাত্র তিন মিনিট তখনই লিড পায় স্বাগতিক চট্টগ্রাম। শেখ রাসেল গোলবারের ডান দিক থেকে রুবেল মিয়ার ক্রস থেকে মো: ইব্রাহিমের প্লেসিং শটে ১-০ তে এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী।

এর ঠিক চার মিনিট পরে আবার এগিয়ে যাওয়ার সুযোগ আসে চট্টগ্রাম শিবিরে। বক্সের বামদিক থেকে রুবেল মিয়ার ভলি বারের উপর দিয়ে গেলে দ্বিতীয় গোলবঞ্চিত হয় মামুনুলরা।

তবে পিছিয়ে পড়ে সমতায় ফিরতে আপ্রাণ চেষ্টা চালায় শেখ রাসেল। ১১ মিনিটে বেশ গোছালো এক আক্রমণ রচনা করে চট্টগ্রাম শিবিরে যায় রয়্যাল ব্লুজরা। কিন্তু মামুনুলদের রক্ষণভাগ তাদের রুখে দিলে হতাশা ফেরে আতিকুর রহমান মিশুদের শিবিরে।
 
৪২ মিনিটে সমতায় ফেরার আরেকটি সুযোগ পায় শেখ রাসেল। অধিনায়ক আতিকুর রহমান মিশুর বক্সের বাইরে থেকে নেয়া ভলি গোলরক্ষক সোহেল রানা লাফিয়ে উঠে প্রতিহত করেন।

তবে ৪৩ মিনিটে বহু কাঙ্খিত গোলের দেখা পায় শেখ রাসেল ক্রীড়া চক্র। মোনায়েম খান রাজুর কর্নার কিক থেকে উড়ে আসা বলে ইকাঙ্গার শটটি ফিরিয়ে দেন গোলরক্ষক রানা। ফিরতি শট থেকে চট্টগ্রামের জালে বল ঠেলে প্রিমিয়ার লিগের এই মৌসুমে শেখ রাসেলকে প্রথম গোল উপহার দেন জামাল ভূঁইয়া। আর তাতেই সমতায় ফিরে বিরতিতে যায় গেলবারের প্রিমিয়ার লিগের রানার্সআপরা।
 
বিরতি থেকে ফিরে ব্যবধান বাড়াতে চট্টগ্রাম আবাহনী ও শেখ রাসেলের মধ্যকার হাড্ডাহাড্ডি লড়াই মাঠে উপস্থিত প্রায় ৪ হাজার দর্শকের মনে বাড়তি উদ্দীপনা যোগায়।

৫৯ মিনিটে শেখ রাসেলের বক্সের সামনে থেকে নেয়া শট থেকে স্কোর লাইন ২-১ এ নিয়ে যেতে ব্যর্থ হয় চট্টগ্রামের আক্রমণভাগ।

এরপরের মিনিটেই পাল্টা আক্রমণে গিয়ে শেখ রাসেল ফরোয়ার্ড পল এমিলি চেয়েছিলেন মামুনুলদের রক্ষণ ভাঙতে। কিন্তু পারেননি দলকে কাঙ্খিত গোল এনে দিতে।

৬৭ মিনিটেও গোলের দারুণ সুযোগ আসে শেখ রাসেল শিবিরে। চট্টগ্রাম গোলবারের একেবারে সামনে থেকে সাইড ভলি করেছিলেন রাসেলের হাইতিয়ান ফরোয়ার্ড ফিকরু তেফেরা। দুঃখজনক ভাবে তার ভলিটি চলে যায় গোল লাইনের বাইরে দিয়ে।

পাল্টা আক্রমণ থেকে বাঁ প্রান্ত দিয়ে চট্টগ্রামের রুবেল মিয়ার পাস পেয়ে সোহেল রানা ডান পায়ের যে জোরালো শটটি নেন তা পোষ্টের বাইরে দিয়ে চলে যায়। ফলে, ব্যবধান বাড়াতে ব্যর্থ হয় স্বাগতিকরা।

তবে ৮৯ মিনিটে সমতা ভাঙেন লিওনেল প্রুইখ।   শেখ রাসেল গোলরক্ষককে একা পেয়ে ডান পায়ের ছোঁয়ায় ২-১ এ এগিয়ে যায় স্বাগতিকরা। এই স্কোরে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক চট্টগ্রাম আবাহনী।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, ১ আগস্ট ২০১৬
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।