ঢাকা: ব্রাজিলিয়ান বিস্ময় বালক গ্যাব্রিয়েল জিসাসকে পাওয়ার দৌড়ে বার্সেলোনাকে হার মানিয়েছে ম্যানচেস্টার সিটি। ব্রিটিশ দৈনিক ‘দ্য সান’র বরাত দিয়ে গোল ডট কম এমন খবরই প্রকাশ করেছে।
সূত্রমতে, পেপ গার্দিওলার ম্যানসিটির ২৮.৬ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব গ্রহণ করেছে পালমেইরাস। এখন ব্রাজিলের অলিম্পিক দলের অনুমতি পেলেই চুক্তির আনুষ্ঠানিকতা সারতে ম্যানচেস্টারে উড়াল দেবেন গ্যাব্রিয়েল।
অফিসিয়ালি চুক্তি সম্পন্ন হলে ডিসেম্বরে ইতিহাদ স্টেডিয়ামে পা রাখবেন জিসাস যদি তিনি ওয়ার্ক পারমিট পান।
এর আগে গ্যাব্রিয়েলকে ন্যু ক্যাম্পে ভাগিয়ে আনতে প্রচেষ্টা চালায় বার্সা। এমনকি তাকে বোঝানোর জন্য নেইমারকেও কাজে লাগানো হয়। কিন্তু শেষ পর্যন্ত স্প্যানিশ চ্যাম্পিয়নদের প্রস্তাবে সাড়া না দিয়ে সিটিজেনদের জার্সি গায়ে জড়ানোর পথে এ তরুণ সেনসেশন।
এদিকে, জিসাসের সমবয়সী আরেক ব্রাজিলিয়ান উঠতি তারকা গ্যাব্রিয়েল বারবোসার দিকে দৃষ্টি বার্সার। সান্তোস ফরোয়ার্ডকে পাওয়ার দৌড়ে কাতালানদের অন্যতম প্রতিদ্বন্দ্বী চেলসি।
বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৬
এমআরএম