ঢাকা: নতুন মৌসুমের শুরুতে ক্রিস্টিয়ানো রোনালদো মাঠে নামতে পারবেন কিনা তা নিয়ে শঙ্কা থাকছেই। ইউরোর ফাইনালে ইনজুরি আক্রান্ত পর্তুগিজ অধিনায়ক এখনো পুরোপুরি সেরে ওঠেননি বলেই নিশ্চিত করেছেন জিনেদিন জিদান।
কবে নাগাদ রোনালদো ফিরছেন তার সময়সীমা বেধে দেননি জিদান। ফ্রান্সের বিপক্ষে ঐতিহাসিক ইউরো জয়ের রাতে (১১ জুলাই) প্রথমার্ধেই দিমিত্রি পায়েতের ট্যাকলে মাঠ ছেড়েছিলেন সিআর সেভেন। যা ছিল পর্তুগিজদের ফুটবল ইতিহাসে প্রথম কোনো বড় শিরোপা।
বর্তমানে যুক্তরাষ্ট্রে ছুটির আমেজে আছেন রোনালদো। সেভিয়ার বিপক্ষে উয়েফা সুপার কাপের ম্যাচটি পর্তুগিজ তারকা মিস করবেন বলে আগেই জানিয়েছিলেন জিদান। এমনকি লা লিগার শুরুতে দলের সেরা অস্ত্রের খেলা নিয়েও অনিশ্চয়তার ইঙ্গিত দিয়েছিলেন ফ্রেঞ্চ আইকন।
জিদানের ভাষ্য, ‘রোনালদো এখনো ইনজুরিতে ভুগছে। অবশ্যই সে ফিরতে চায়। কিন্তু আমাদের তার জন্য ধৈর্য ধারণ ও শান্ত থাকতে হবে। সে আমাদের সাথে খুব শিগগিরই মাদ্রিদে ফিরবে। ’
এদিকে, রোনালদো-বেল-বেনজেমাকে ছাড়াই যুক্তরাষ্ট্রে প্রাক-মৌসুমের প্রস্তুতিমূলক প্রীতি টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপ (আইসিসি) শেষ করেছে গ্যালাকটিকোরা। পিএসজির কাছে প্রথম ম্যাচে (১-৩) হেরে গেলেও চেলসি ও বায়ার্ন মিউনিখের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ে লস ব্লাঙ্কসরা। সবশেষ (৪ আগস্ট) জার্মান জায়ান্টদের ১-০ ব্যবধানে হারিয়েছে জিদানের শিষ্যরা।
আগামী ৯ আগস্ট (মঙ্গলবার) উয়েফা সুপার কাপের শিরোপা লড়াইয়ে ইউরোপা লিগের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন সেভিয়ার মুখোমুখি হবে রিয়াল। খেলা শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায়। আর রিয়াল সোসিয়েদাদের মাঠে ২১ আগস্টের (দিবাগত রাত সোয়া ১২টা) ম্যাচ দিয়ে লা লিগা মিশনে নামবে রেকর্ড ৩২ বারের চ্যাম্পিয়নরা।
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৬
এমআরএম