ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

আর্জেন্টাইন মার্সাডোকে দলে ভেড়ালো সেভিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৬
আর্জেন্টাইন মার্সাডোকে দলে ভেড়ালো সেভিয়া ছবি: সংগৃহীত

ঢাকা: ইউরোপা লিগের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন সেভিয়ায় যোগ দিয়েছেন গ্যাব্রিয়েল মার্সাডো। ২০১৬ কোপা আমেরিকায় আর্জেন্টিনাকে ফাইনালে তুলতে রক্ষণভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ২৯ বছর বয়সী এ রাইট ব্যাক।

চার মৌসুমের রিভার প্লেট অধ্যায়ের ইতি টেনে তিন বছরের চুক্তিতে জর্জ সাম্পাওলির সেভিয়ায় নাম লিখিয়েছেন মার্সাডো। বুয়েন্স আইরেসের ক্লাবটির হয়ে তিনি ছয়টি শিরোপা জিতেছেন। গত বছর ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ ফাইনালে তারা বার্সেলোনার কাছে হেরে যায়।

অধিনায়ক কোকের অভাব পূরণে মার্সাডোকে দলে টেনেছে সেভিয়া, যিনি লা লিগা ছেড়ে জার্মান ক্লাব শালকেতে পাড়ি জমিয়েছেন।

দিয়েগো ম্যারাডোনা কোচ থাকাকালীন ২০১০ সালে আর্জেন্টিনা দলে অভিষেক হয় মার্সাডোর। কিন্তু দলে নিয়মিত হতে পারেননি। এখন পর্যন্ত ম্যাচ খেলেছেন মাত্র ১০টি। তবে সবশেষ শতবর্ষী কোপা আমেরিকায় জাতীয় দলের জার্সি গায়ে নিজের সামর্থ্যের জানান দেন তিনি। ছয় ম্যাচের মধ্যে পাঁচটিতেই ছিলেন শুরুর একাদশে। চিলির বিপক্ষে ফাইনালে টাইব্রেকারে স্বপ্নভঙ্গের আগে পুরো ১২০ মিনিট তাকে মাঠে রাখেন জেরার্ডো মার্টিনো।

গত জুনে সেভিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ হন চিলির প্রথম (২০১৪) কোপা আমেরিকা জয়ী কোচ সাম্পাওলি। নতুন মৌসুম শুরুর আগে তার অধীনে নবম খেলোয়াড় হিসেবে মার্সাডোকে সই করিয়েছে স্প্যানিশ ক্লাবটি।

বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।