ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

‘নামবো-জিতবো’ বিষয়টি এমন নয়: নেইমার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৬
‘নামবো-জিতবো’ বিষয়টি এমন নয়: নেইমার

ঢাকা: চলমান রিও অলিম্পিকে ফুটবলের অন্যতম ফেভারিট ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে। নেইমারের ব্রাজিল অলিম্পিক মিশনে স্বাগতিক হয়ে ড্র করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

তবে, পরের ম্যাচে ইরাকের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন দলপতি নেইমার।

নেইমারের কাছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গোলশূন্য এই ড্র অনেকটাই হারের সমান। ম্যাচের ৬০ মিনিটে দশ জনের দলে পরিণত হয় দ. আফ্রিকা। তবে, দশ জনে পরিণত হওয়া প্রোটিয়াদের বিপক্ষেও কোনো স্কোর করতে পারেনি ব্রাজিল। দলটির বিপক্ষে গোলশূন্য ড্র করে মাঠ ছাড়তে হয় নেইমারদের।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরুর ম্যাচের এমন ফল মেনে নিতে পারছেন না নেইমার। তিনি জানান, ‘এখানে আসবো, মাঠে নামবো আর জয় নিয়ে মাঠ ছাড়বো-বিষয়টা এমন নয়। মাঠে নেমেই দেশকে সোনা এনে দেব-এমনও নয়। তবে, আমাদের জন্য ড্র ম্যাচ মানেই পরাজয়। ’

বার্সেলোনার তারকা নেইমার আরও জানান, ‘আমরা জয়ের জন্যই খেলেছি। আমরা আমাদের দায়িত্ব জানি। এটাও জানি আমাদের আরও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। ’

রিও অলিম্পিকের মিশনের শুরুটা ভালো না হলেও কোয়ার্টার ফাইনালের মঞ্চে উঠতে দৃঢ় প্রতিজ্ঞ ফুটবলের পরাশক্তি ব্রাজিল আর দলের অধিনায়ক নেইমার।

নেইমার যোগ করেন, ‘সবকিছু ভেবেই বলছি পরের ম্যাচে (ইরাকের বিপক্ষে) আমরা ঘুরে দাঁড়াবো। যতটা স্থির থেকে পরিকল্পনা কাজে লাগানো যায় সে চেষ্টাই করবো। আমাদের জিততেই হবে, এই মানসিকতায় একটি ভালো ম্যাচের অপেক্ষায় আছি। ’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গোলশূন্য ড্র করে পয়েন্ট খোয়ানো ব্রাজিল হতাশা ভুলে পরের ম্যাচেই মাঠে নামবে ০৮ আগস্ট। ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় সকাল ৭টায়। অলিম্পিক ফুটবলে অধরা স্বর্ণ জিততে এই ম্যাচে জয় ভিন্ন কিছুই ভাবছে না ব্রাজিল। ‘এ’ গ্রুপে থাকা ব্রাজিল গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে ডেনমার্কের বিপক্ষে। গ্রুপপর্বের শেষ সেই ম্যাচে ১১ আগস্ট নেইমারদের প্রতিপক্ষ ডেনমার্ক। সে ম্যাচটিও বাংলাদেশ সময় সকাল সাতটায়।

এর আগে ২০১২ লন্ডন অলিম্পিকে স্বর্ণ জয়ের খুব কাছে গিয়েও, ফাইনালে মেক্সিকোর কাছে হেরে স্বপ্ন ভঙ্গ হয় নেইমারদের। এবার ব্রাজিলের হয়ে দ্বিতীয়বারের মতো অলিম্পিকে অংশ নিয়েছেন নেইমার। আর নিজেদের মাটিতে যে করেই হোক এই শিরোপায় চুমু খেতে চান তিনি।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ০৬ আগস্ট ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।