ঢাকা: ইউরো শেষে ছুটি কাটিয়ে রিয়াল মাদ্রিদের অনুশীলনে ফিরেছেন গ্যারেথ বেল। প্রাক মৌসুমের প্রীতি টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপের পর উয়েফা সুপার কাপের প্রস্তুতি নিচ্ছে গ্যালাকটিকোরা।
ক’দিন আগেই ইউরোপে উয়েফার সেরা খেলোয়াড়ের তিনজনের শর্টলিস্টে জায়গা করে নেন বেল। ফ্রান্সে অনুষ্ঠিত ইউরোতে ওয়েলসকে নতুন উচ্চতায় নিয়ে যান তিনি। সেমিফাইনালে চ্যাম্পিয়ন পর্তুগালের কাছে হেরে তারা আসর থেকে বিদায় নেয়।
এরপর থেকেই ছুটিতে বেল। মিস করেন যুক্তরাষ্ট্র ও কানাডায় রিয়ালের প্রাক-মৌসুম ইভেন্ট। কিন্তু উয়েফা সুপার কাপ সামনে রেখে লস ব্লাঙ্কসদের অনুশীলন সেশনে ফিরেছেন ওয়েলস আইকন।
অবশ্য প্রাক-মৌসুমে দলের সঙ্গে না থাকায় বেল ছাড়াও পেপে ও টনি ক্রুসের খেলা নিয়ে কোচ জিনেদিন জিদান নিজেই সংশয় প্রকাশ করেছিলেন। করিম বেনজেমাকে নিয়েও অনিশ্চয়তা থাকছে। আর ইউরোর ফাইনালে হাঁটুর ইনজুরিতে ভোগা ক্রিস্টিয়ানো রোনালদো যে মাঠের বাইরে থাকছেন তা আগেই জানানো হয়।
বেল ফিরলেও এখনো সতীর্থদের সঙ্গে যোগ দেননি পর্তুগিজ অধিনায়ক রোনালদো। দলের সেরা তারকার দ্রুত ফেরার ব্যাপারে আশাবাদী জিদান। বর্তমানে পূর্ণ ফিটনেস ফিরে পাওয়ার পথে সিআর সেভেন। সে লক্ষ্যেই কঠোর পরিশ্রম করে যাচ্ছেন তিনবারের ব্যালন ডি’অর জয়ী।
মঙ্গলবার (৯ আগস্ট) ইউরোপা লিগের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন সেভিয়ার মুখোমুখি হবে রিয়াল। খেলা শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায়। আগামী ২১ আগস্ট (রোববার রাত সোয়া ১২টা) রিয়াল সোসিয়েদাদের মাঠে লা লিগার শিরোপা পুনরুদ্ধারের মিশনে নামবে রেকর্ড ৩২ বারের চ্যাম্পিয়নরা।
বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৬
এমআরএম