ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

‘টাকা দেন, বাঘ-সিংহের টিকিট নেন’

এম.আব্দুল্লাহ আল মামুন খান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৬
‘টাকা দেন, বাঘ-সিংহের টিকিট নেন’ ছবি: অনিক খান

ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়াম থেকে: ঘরোয়া ফুটবলের পরাশক্তি মোহামেডান স্পোর্টিং ক্লাব ও বিজিএমসি’র মধ্যকার ময়মনসিংহ পর্বের তৃতীয় খেলা চলছিল। তখন প্রথমার্ধের ৩০ মিনিট পেরিয়ে গেছে।

কিন্তু স্টেডিয়ামের গেটে তখনো টিকিট বিক্রির আওয়াজ দিয়ে যাচ্ছেন বিক্রেতারা।

টিকিট কিনতে তখনো তাদের দূয়ারে কড়া নাড়ছেন দর্শকরা। এমন সময় মাইকে ছন্দকেটে টিকিট বিক্রির হাঁকডাক দিচ্ছেন বাবুল মিয়া। ‘টাকা দেন, বাঘ-সিংহের টিকিট নেন’ ভরাট কণ্ঠে বলছিলেন বাবুল।

রোববার (০৭ আগস্ট) বিকেলে ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে প্রবেশের সময় বাবুলের এমন কণ্ঠ ভেসে আসে কানে।

খেলা তো অনেক আগেই শুরু হয়েছে, এখনো কী টিকিট বিক্রি চলছে, জিজ্ঞাসা করতেই হাসিমুখে ঝটপট উত্তর বাবুলের-‘বাঘ-সিংহের ম্যাচে টিকিট বিক্রি তো ভালোই। এখনো অনেক দর্শকই মাঠে হুমড়ি খাচ্ছেন। ’

বাবুল জানান, এক ঘণ্টায় প্রায় দু’শতাধিক টিকিট বিক্রি করেছেন। ভিআইপি গ্যালারির চেয়ে সাধারণ গ্যালারির বিক্রি বেশি।

এদিকে, ভিআইপি গ্যালারিতে এ ম্যাচে ছিল গমগমে দর্শক। প্রেস বক্সের ঠিক সামনের দিকের গ্যালারিতে জনাকয়েক দর্শকের উপস্থিতি লক্ষ্য করা গেলেও স্টেডিয়মের দক্ষিণ অংশে ছিল দর্শকদের ভিড়। মূলত ফুটবলের দু’ফাইটার ক্লাবের মধ্যকার খেলা দেখতেই তারা ভিড় করেন।

উদ্বোধনী ম্যাচের আগে মমতাজের কনসার্টের কথা শুনে স্টেডিয়াম কানায় কানায় ভরে ওঠলেও এরপর থেকেই খানিকটা দর্শক খরা লক্ষ্য করা গেছে। তবে রোববার (০৭ আগস্ট) বিকেলে শুরু থেকেই দু’দল আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা শুরু করার খবর ছড়িয়ে পড়ায় প্রথমার্ধের পরেও অনেক দর্শককে স্টেডিয়ামমুখী হতে দেখা যায়।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘন্টা, আগষ্ট ০৭, ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।