ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মোহামেডানকে রুখে দিল বিজেএমসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৬
মোহামেডানকে রুখে দিল বিজেএমসি ছবি: অনিক খান-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়সনসিংহ: আশা জাগিয়েও ভক্তদের আশাহত করলো মোহামেডান স্পোর্টিং ক্লাব। অধিনায়ক তৌহিদুল ইসলামের প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তের গোলে ম্যাচের ৭২ মিনিট পর্যন্ত এগিয়ে থাকলেও বিজেএমসির মুকুলের গোলে প্রিমিয়ার লিগের এবারের আসরে দলটির জয়ের স্বপ্ন ভঙ্গ হয়।

ফলে ম্যাচ শেষে ১-১ এ সমতা নিয়েই সন্তুষ্ট থাকতে হয় জসিমউদ্দিন জোসির শিষ্যদের।
 
এটি মোহামেডান ও টিম বিজেএমসির তৃতীয় ড্র। রোববার (৭ আগস্ট) প্রিমিয়ার লিগের এবারের মৌসুমের প্রথম জয় পেতে রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে মুখোমুখি হয় পয়েন্ট টেবিলের ৯ নম্বর দল টিম বিজেএমসি ও ১০ নম্বরে থাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব।
 
তবে কিক-অফের পর থেকেই স্বরূপে খুঁজে পাওয়া যায়নি দেশের ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবকে। অগোছালো আক্রমণ, আক্রমণভাগের ফিনিশিং ব্যর্থতা ও ভুল পাস হতাশায় ডুবিয়েছে সাদা-কালো সমর্থকদের।

পক্ষান্তরে, প্রতিপক্ষ টিম বিজেএমসি ছিল বেশ গোছালো। ছোট ছোট পাস ও গতিময় খেলা উপহার দিয়ে উপস্থিত দর্শকদের মধ্যে উল্লাসের খোরাক যুগিয়েছে তারা।
 
এমনই গতিময় খেলার ধারাবাহিকতায় ৯ মনিটে মোহামেডান গোলবারের ডান দিক থেকে স্যামসন ইলিয়াসু ক্রস তুলেছিলেন কিন্তু সতীর্থ সোহেল রানা তা কাজে লাগাতে পারেননি।

 
চার মিনিট পরে আবারো মোহামেডানের রক্ষণভাগে হানা দেন ইলিয়াসু। মাঝমাঠ থেকে একাই বল নিয়ে পোষ্টের বাঁ দিক থেকে কাটব্যাক দিয়েছিলেন সোহেল রানাকে। এবারও ব্যর্থ হলেন সোহেল। কিছুটা নিচু হয়ে আসা বলটিকে পারলেন না মাথার ছোঁয়ায় জালে চুমু খাওয়াতে।

টিম বিজেএমসির ধারালো আক্রমণের মুখে ম্লান মোহামেডানকে অবশেষে খুঁজে পাওয়া গেল প্রথমার্ধের অতিরিক্ত সময়ে। তবে যেন তেন কোন আক্রমণ নয় একেবারে গোলসূচক।
 
মাঝমাঠ থেকে অধিনায়ক তৌহিদুল আলম সবুজ একাই বিজেএমসি গোলবারের ডান দিয়ে বল নিয়ে গিয়ে গোলরক্ষক হিমেলের অবস্থান দেখে জোড়ালোভাবে কোনাকুনি প্লেসিং শটে জালে বল ঠেলে দিলে ১-০ তে এগিয়ে যায় মোহামেডান। ফলে পুরো প্রথমার্ধ ভালো খেলেও পিছিয়ে থেকেই বিরতিতে যায় টিম বিজেএমসি।
 
বিরতি থেকে ফিরে আক্রমণের ধার বাড়ায় বিজেএমসি। আর তাতে দলটি ফলও পেয়ে যায়। ৭৩ মিনিটে বদলি খেলোয়াড় আব্দুল্লাহ পারভেজের কর্ণার থেকে জোড়ালো হেডে বিজেএমসিকে ১-১ এ সমতায় ফেরান।
 
সমতায় ফেরার পর ব্যবধান বাড়াতে দু’দলই বেশ কয়েকটি আক্রমণ রচনা করেছে। কিন্তু শেষ পর্যন্ত তারা লক্ষ্যে পৌঁছাতে না পারলে সমতা নিয়েই মাঠ ছাড়তে হয়।
 
বাংলাদেশ সময়: ১৮০ ঘণ্টা, ৭ আগস্ট ২০১৬
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।