ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

রোনালদোকে এক হাত নিলেন স্প্যানিশ অভিনেত্রী

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৬
রোনালদোকে এক হাত নিলেন স্প্যানিশ অভিনেত্রী ছবি: সংগৃহীত

ঢাকা: ফুটবলে ক্রিস্টিয়ানো রোনালদো অনেক তরুণের অনুপ্রেরণা। ইউরো জয়ী পর্তুগিজ অধিনায়কের সমালোচকও আছেন।

আর তিনি যদি হন ফুটবল অঙ্গনের বাইরের কেউ তাহলে তো এটি আলোচিত হবেই। রিয়াল মাদ্রিদ তারকাকে রীতিমতো সমালোচনার তীরে বিদ্ধ করেছেন জনপ্রিয় স্প্যানিশ অভিনেত্রী এলেনা আনায়া।

স্প্যানিশ দৈনিক ‘এল মুন্ডো’কে দেওয়া সাক্ষাৎকারে রোনালদোকে এক কথায় ‘ক্ষতিকর ব্যক্তিত্ব’ ও ‘মিথ্যা আইডল’ হিসেবে অভিহিত করেন ৪১ বছর বয়সী এলেনা। তার অভিমত, ‘আমরা এমন একটি যুগে বাস করি যেখানে ক্রিস্টিয়ানো রোনালদোর মতো ক্ষতিকর ব্যক্তিত্ব প্রশংসিত হচ্ছে। পর্তুগালের ইউরো জয় অামিও চেয়েছিলাম, কিন্তু রোনালদো স্কোর ক‍রুক সেটি চাইনি। ’

‘সে একজন মিথ্যা আইডল হিসেবে স্বার্থপরতাকে উদ্বুদ্ধ করছে। বন্ধুদের সঙ্গে আলিঙ্গন না করে আপনি কীভাবে শার্ট খুলে উদযাপন করেন? এটা ব্যক্তিত্ববাদী ও জড়বাদী মূল্যবোধ যা সমাজের ক্ষতি করে। ’-যোগ করেন এলেনা।

এলেনার সমালোচনার বিপরীতে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি রোনালদো। বর্তমানে পূর্ণ ফিটনেসের জন্য কঠোর পরিশ্রম করছেন তিনবারের ব্যালন জয়ী। ইউরোর ফাইনালে (১১ জুলাই) হাঁটুতে চোট পাওয়ার পর থেকেই তিনি মাঠের বাইরে। মিস করেন রিয়ালের প্রাক মৌসুমের প্রস্তুতি। সেভিয়ার বিপক্ষে উয়েফা সুপার কাপে (৯ আগস্ট) খেলা নিয়েও রয়েছে জোরালো সংশয়।

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।