ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

ব্রাদার্স-আরামবাগ ম্যাচ ড্র

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৬
ব্রাদার্স-আরামবাগ ম্যাচ ড্র ছবি: অনিক খান

ময়মনসিংহ থেকে: গোল খরার যে শঙ্কা আর আলোচনা চলছিল তা ধীরে ধীরে কাটিয়ে উঠছে জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। লিগের ২৩তম ম্যাচে গোল হয়েছে মোট চারটি।

ড্র হওয়া এই ম্যাচে মাঠে নেমেছিল ব্রাদার্স ইউনিয়ন এবং আরামবাগ ক্রীড়া সংঘ।

ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে মঙ্গলবার (০৯ আগস্ট) দিনের একমাত্র খেলায় ব্রাদার্সের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে আরামবাগ। চতুর্থ রাউন্ডের শেষ ম্যাচটি ড্র হলেও গোলের দেখা পাওয়ায় কিছুটা প্রতিদ্বন্দ্বিতার আভাস মেলে দুই দলের মাঝে। দর্শক মনেও কিছুটা স্বস্তির ঝাপটা দেখা যায়।

ম্যাচে প্রথমে লিড নেয় ব্রাদার্স। তবে, ব্রাদার্সের ঢিলে তালের সুযোগ নিয়ে আরামবাগ গোল শোধ করে লিডও নেয়। কিন্তু শেষ পর্যন্ত তারাও জয়ের দেখা পায়নি। ব্রাদার্স দ্বিতীয়ার্ধের শেষ দিকে গোল পরিশোধ করলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল।

খেলার ষষ্ঠ মিনিটে মিডফিল্ডার নাজমুল ইসলাম রাসেলের গোলে এগিয়ে যায় ব্রাদার্স ইউনিয়ন। মান্নাফ রাব্বির কর্নার উড়ে আসা বলে হেড করেন ফরোয়ার্ড মোহাম্মদ রনি। সেখান থেকে বল পান ডি-বক্সের মাঝামাঝি দাঁড়ানো রাসেল। সুযোগ পেয়ে হতাশ হতে হয়নি তাকে। আরামবাগের জালে বল জড়িয়ে দলকে ১-০ গোলের লিড পাইয়ে দেন রাসেল।

তবে, ২৭ মিনিটের মাথায় গোল শোধ করে আরামবাগ। জাফর ইকবাল কর্নার থেকে বল পেয়ে নাইজেরিয়ান ফরোয়ার্ড কেস্টার একনের দিকে বাড়িয়ে দেন ক্যামেরুনিয়ান মিডফিল্ডার ইয়োকো সামনিক। তুলে দেওয়া বলে হেড করে দলকে সমতায় ফেরান একন (১-১)।

প্রথমার্ধের শেষ মিনিটে লিড নেয় আরামবাগ। তরুণ মিডফিল্ডার জাফর ইকবালের গোলে (২-১) এগিয়ে থেকে বিরতিতে যায় দলটি।

বিরতির পর ম্যাচের ৭০ মিনিটের মাথায় ব্রাদার্সকে খেলায় ফেরান আরেক তরুণ ফরোয়ার্ড মান্নাফ রাব্বি। নাইজেরিয়ান ফরোয়ার্ড এনকোচা কিংসলেরে চিপে ডান পায়ের জোরালো ভলিতে সমতা আনেন রাব্বি।

এই ম্যাচ শেষে চার খেলায় আরামবাগের পয়েন্ট পাঁচ। সমান খেলায় ব্রাদার্সের পয়েন্ট তিন।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ০৯ আগস্ট ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।