ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

রিয়ালের ঘরে উয়েফা ‍সুপার কাপের শিরোপা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৬
রিয়ালের ঘরে উয়েফা ‍সুপার কাপের শিরোপা ছবি: সংগৃহীত

ঢাকা: চ্যাম্পিয়নস লিগের পর উয়েফা সুপার কাপের শিরোপাও জিতলো জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদ। বেল-রোনালদোকে ছাড়াই ২০১৬-১৭ মৌসুমের প্রথম ট্রফি ঘরে তুললো স্প্যানিশ জায়ান্টরা।

ড্যানি কারবাজাল ম্যাজিকে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচটিতে সেভিয়াকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা উদযাপনে মাতে গ্যালাকটিকোরা।

সেভিয়ার দুর্ভাগ্যই বটে! জয়ের কাছাকাছি গিয়েও হতাশায় ডোবে ইউরোপা লিগের হ্যাটট্রিক চ্যাম্পিয়নরা! নরওয়ের লার্কেন্ডাল স্টেডিয়ামে অধিনায়ক সার্জিও রামোসের অন্তিম মুহূর্তের গোলে রক্ষা পায় রিয়াল। ইনজুরি সময়ে ডি-বক্সে ফাঁকায় দাঁড়ানো রামোস লুকাস ভাজকুয়েজের হাওয়ায় ওড়ানো বলটি হেডে জালে জড়াতেই বাধভাঙা উল্লাসে মাতে রিয়াল দর্শকরা। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ের তিন মিনিটের মাথায় ডিফেন্ডার তিমোথির লাল কার্ডে দশজনের দলে পরিণত হয় সেভিয়া। ম্যাচ যখন টাইব্রেকারের পথে তখনই জাদুকরি গোল উপহার দেন ড্যানি কারবাজাল। মাঝমাঠের কাছ থেকে বল নিয়ে সেভিয়ার চারজন খেলোয়াড়ের মাঝ দিয়ে ডি-বক্সে ঢুকে জয় নিশ্চিত করেন ২৪ বছর বয়সী এ স্প্যানিশ রাইটব্যাক। এক বছরের বিরতিতে উয়েফা সুপার কাপের ট্রফি যায় রিয়ালের ঘরে। এই ইভেন্টে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো লস ব্লাঙ্কসরা।

এর আগে রিয়ালের জার্সিতে নিজের অভিষেক ম্যাচটি স্মরণীয় করে রাখেন মার্কো আসেনসিও। খেলা শুরুর ২১ মিনিটে দূরপাল্লার শটে লিড এনে দেন ২০ বছর বয়সী স্প্যানিশ মিডফিল্ডার। ৪১ মিনিটে মিডফিল্ডার ইয়েভহেন কোনোপ্লাইয়াঙ্কা আর দ্বিতীয়ার্ধের ৭২ মিনিটে পেনাল্টি থেকে সেভিয়াকে এগিয়ে দেন আর্জেন্টাইন ফ্রাঙ্কো ভাজকুয়েজ।

বাংলাদেশ সময়: ০৯৩৮ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।