ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

ইংলিশ চ্যাম্পিয়নদের সঙ্গে চুক্তি বাড়ালেন কোচ রানিয়েরি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৬
ইংলিশ চ্যাম্পিয়নদের সঙ্গে চুক্তি বাড়ালেন কোচ রানিয়েরি ক্লাউদিও রানিয়েরি-ছবি:সংগৃহীত

ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন লিচেস্টার সিটির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ালেন কোচ ক্লাউদিও রানিয়েরি। গত মৌসুমে চমক দেখিয়ে শিরোপা জেতা দলটির সঙ্গে নতুন করে চার বছরের চুক্তি হয়েছে বলে নিশ্চিত করে ক্লাবটি।

 

ইংল্যান্ডের সর্বোচ্চ পর্যায়ের ঘরোয়া লিগে গত মৌসুমে দুর্বল দল হিসেবেই শুরু করে লিচেস্টার। তবে পুরো মৌসুমে দাপট দেখিয়ে চেলসি, ভ্যালেন্সিয়া ও জুভেন্টাসের সাবেক কোচ রানিয়েরির অধীনে শিরোপার স্বাদ পায় দলটি।

চলতি মৌসুমে গুঞ্জন উঠেছিল ইতালিয়ান রানিয়েরি লিগে এবার নতুন করে আসা হাল সিটির কোচ হতে পারেন। তবে তিনি কিং পাওয়ার স্টেডিয়ামেই মনোযোগী হতে চান। আর আগামী মাস থেকে ফক্স খ্যাত দলটির প্রথমবার চ্যাম্পিয়নস লিগ খেলার বস হিসেবেই থাকতে চান।

এদিকে গত মৌসুমে দুর্দান্ত খেললেও এবারের প্রাক-মৌসুমে তেমন সাফল্য ধরে রাখতে পারেনি লিচেস্টার। সর্বশেষ তারা কোমিউনিটি শিল্ডের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ২-১ গোলে হেরে যায়।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, ১০ আগস্ট, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।