ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

ইনজুরি সমস্যায় বারিধারা, আশাবাদী রহমতগঞ্জ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৬
ইনজুরি সমস্যায় বারিধারা, আশাবাদী রহমতগঞ্জ

ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়াম থেকে: দলের বিদেশী তিন ফুটবলার ইনজুরি সমস্যায় মাঠে নামতে না পারায় উত্তর বারিধারা ক্লাবকে হোঁচট খেতে হচ্ছে বলে মনে করেন কোচ রাশেদ আহম্মেদ পাপ্পু। আর বড় দলের সঙ্গে পয়েন্ট তালিকায় যৌথভাবে শীর্ষে অবস্থান করে তৃপ্ত রহমতগঞ্জের কোচ কামাল আহমেদ বাবু।

 

বুধবার (১০ আগস্ট) বিকেলে ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে ম্যাচ পরবর্তী এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তারা।

 

উত্তর বারিধারার কোচ রাশেদ আহম্মেদ পাপ্পু বলেন, আমাদের টিম ভাল খেলছে। কিন্তু আমরা জয় পাচ্ছি না। প্রথমার্ধ শেষ হবার আগে পেনাল্টি হওয়ায় আমার টিমটা দুর্বল হয়ে যায়। আমার দলের ৩ জন বিদেশী ও দু’জন দেশি ফুটবলার আরিফ ও মিডফিল্ডার সৌরভ ইনজুরিতে রয়েছেন।

এ কারণে প্রথম ম্যাচে জয় পেলেও পরবর্তী তিনটি ম্যাচেই হারতে হয়েছে এ ক্লাবকে। কিন্তু সব সমস্যা কাটিয়ে পরবর্তী ম্যাচগুলোতে আমরা ভাল খেলতে চাই। ’

রহমতগঞ্জের কোচ কামাল আহমেদ বাবু ভীষণ খুশি নিজ দলের পারফরম্যান্সে। তিনি বলেন, ম্যাচের মাত্র ২০ মিনিট আমরা ডিফেন্সিভ খেলেছি। বাদ বাকী সময় ছিলাম আক্রমণাত্বক। পয়েন্ট তালিকায় শীর্ষে থাকলেও আমরা বড় টিম না। কঠোর প্র্যাকটিস করে নিজেদের মেলে ধরার চেষ্টা করেছি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন,‘বাংলাদেশে বড় কোন ক্লাব নেই। সব টিমই সমান। নামিদামী কোন প্লেয়ার আমার টিমে নেই। ’

শিরোপা জেতার সম্ভাবনা কতটুকু এ প্রশ্নের জবাবে বলেন, ‘আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন ফাইটে থাকবো। মনে রাখতে হবে ছোট টিম বড় ডেঞ্জার। ’

বাংলাদেশ সময় ২১০৪ ঘন্টা, আগষ্ট ১০, ২০১৬

এমএএএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।