ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

মেসির নামে মোবাইল গেম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৬
মেসির নামে মোবাইল গেম ছবি: সংগৃহীত

ঢাকা: বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি ট্যাক্স থেকে পালিয়ে বেড়াচ্ছেন? ওহ, নো! এটা কেবলই একটা মোবাইল গেম। হ্যাঁ, নতুন অ্যাপের সুবাদে মোবাইল ডিভাইসে মেসিভক্তরা তাদের প্রিয় তারকাকে নিয়ন্ত্রণের সুযোগ পাচ্ছেন।

‘কিউবিনাইন এন্টারটেইনমেন্ট’ নামক আর্জেন্টাইন কোম্পানি সম্প্রতি বার্সেলোনা তারকাকে নিয়ে ভিডিও গেমসটি ডিজাইনের স্বত্ত্ব পায়। এরই মধ্যে তারা এটি চালু করেছে। যার নাম ‘মেসি রানার’।

জনপ্রিয় মোবাইল গেম ‘টেম্পল রান’র আদলে তৈরি ফুটবলীয় টুইস্ট সহ ‘মেসি রানার’। যেখানে খেলোয়াড়রা মেসিকে পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারবেন; বিভিন্ন দৃশ্যে দৌড়ানো, লাফিয়ে বাধা টপকানো ও ফায়ারিংয়ের মাধ্যমে শত্রু ধ্বংস করা।  

অ্যাপল অ্যাপ ও অ্যান্ড্রয়েড মোবাইল ডিভাইস থেকে এই অ্যাপটি এখনই ডাউনলোড করে নিতে পারেন।

দেখে নিন মেসির ভার্চুয়াল অ্যাকশন:

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।