ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

লাডি বাবার আক্ষেপ, উচ্ছ্বসিত পারভেজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৬
লাডি বাবার আক্ষেপ, উচ্ছ্বসিত পারভেজ ছবি: অনিক খান

ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়াম থেকে: ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে আক্ষেপের শেষ ছিল না ফেনী সকার ক্লাবের নাইজেরিয়ান কোচ লাডি বাবা লোলার। আর ৩-১ গোলে ফেনীকে পরাজিত করে যারপরনাই উচ্ছ্বসিত শেখ জামালের কোচ মাসুদ কায়সার পারভেজ।

বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকেলে ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে ম্যাচ পরবর্তী এক সংবাদ সম্মেলনে এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেন এ দু’ কোচ।

ফেনী সকার ক্লাবের কোচ লাডি বাবা লোলা জানান, ফুটবল সুযোগের খেলা। সুযোগ পেলেই কাজে লাগাতে হয়। আমরা অনেক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারিনি। এ কারণেই আমরা ব্যর্থ হয়েছি। আমাদের জন্য দিনটি সুখকর ছিল না। অথচ শেখ জামাল কয়েকটি সুযোগ পেয়েই কাজে লাগিয়েছে। দিনশেষে এটাই ফুটবল।

শেখ জামালের কোচ মাসুদ কায়সার পারভেজ বলেন, আমরা সহজেই ম্যাচটি জিতিনি। ছেলেরা শেষ মুহূর্ত পর্যন্ত তীব্র প্রতিদ্বন্দ্বিতা করেই জিতেছে। শীর্ষস্থানে যাবার জন্য আজকের ম্যাচটি ছিল খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছি।

শিরোপা জিতবেন কী না এ প্রশ্নের জবাবে তিনি জানান, লিগ শিরোপা জেতা খুবই কঠিন হবে। তবে আমরা আশাবাদী।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, আগষ্ট ১১, ২০১৬
এমএএএম/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।