ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

সম্ভবত মেসি ফিরবে না: ম্যারাডোনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৮ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৬
সম্ভবত মেসি ফিরবে না: ম্যারাডোনা ছবি: সংগৃহীত

ঢাকা: কোপা আমেরিকার ফাইনালে হেরে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানো আর্জেন্টাইন খুদে জাদুকর লিওনেল মেসি আর কখনো জাতীয় দলে ফিরবেন না বলে মনে করেন দেশটির ফুটবল ঈশ্বর দিয়েগো ম্যারাডোনা।
 
আর্জেন্টাইন কিংবদন্তি ম্যারাডোনা মেসির অবসর নেওয়ার পরপরই তাকে আবারো জাতীয় দলে ফিরে আসার জন্য অনুরোধ করেছিলেন।

আর্জেন্টাইন নতুন কোচ বাউজা মেসির অভিমান ভাঙ্গিয়ে জাতীয় দলে আবারো ফেরানোর জন্য বর্তমানে মেসির ক্লাব বার্সেলোনায় অবস্থান করছেন। তাতে, মেসি ভক্তরা কিছুটা আশ্বস্ত হয়েছিলেন।
 
আর এর মধ্যেই ১৯৮৬ বিশ্বকাপজয়ী নায়ক ম্যারাডোনার এমন মন্তব্য মেসি ভক্তদের মনে কিছুটা হলেও ক্ষোভ আর শঙ্কা জাগিয়ে তুলেছে। ম্যারাডোনা জানান, ‘সম্ভবত মেসি বাউজাকে “না” জানাবে। এটা অবশ্য একান্তই আমার ধারণা। আমি ভুলও হতে পারি। কিন্তু, আমার বিশ্বাস মেসি আর জাতীয় দলের জার্সি গায়ে জড়াবে না। ’
 
মেসি তার সিদ্ধান্ত পরিবর্তন করে ফিরবেন না এমনটি জানিয়ে ম্যারাডোনা আরও জানান, ‘মেসির না ফেরার কারণ আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের দুর্বল নেতৃত্ব। আমরা খুবই খারাপ অবস্থায় আছি। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার না যাওয়ার ঝুঁকিও আছে। এমন দুর্বল নেতৃত্বের ফুটবল ফেডারেশন আমি কখনোই দেখিনি। ’
 
বাংলাদেশ সময়: ০১৫৫ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।