ঢাকা: আর্জেন্টাইন ফুটবলের খুদে জাদুকর লিওনেল মেসিকে তুলনা করা হতো দেশটির ফুটবল ঈশ্বর দিয়েগো ম্যারাডোনার সঙ্গে। ব্রাজিলের লিজেন্ড পেলের সঙ্গেও মেসির তুলনা করা হয়েছিল।
দেশের জার্সি গায়ে চারটি মেজর শিরোপা হাতছাড়া করা মেসি সবশেষ কোপা আমেরিকার ফাইনালে হেরে অবসরের কথা জানিয়ে দেন। কিছুটা অভিমান থেকেই আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় জানান তিনি। তবে, আর্জেন্টিনার নতুন কোচ এদগার্দো বাউজা মেসির সেই অভিমান ভাঙিয়ে আবারো তাকে জাতীয় দলে ফিরিয়ে আনেন।
আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোল স্কোরার মেসি প্রসঙ্গে তার এক সময়কার বার্সা সতীর্থ ভিয়া জানান, ‘আমার দৃষ্টিতে মেসি সেরা। তাকে সর্বকালের সেরা ফুটবলার বলতেও আপত্তি নেই। ’
বার্সার হয়ে স্প্যানিশ তারকা ডেভিড ভিয়া মেসির পাশে খেলেছেন প্রায় তিন বছর। কাতালানদের হয়ে জিতেছেন দুটি লা লিগা আর একটি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। বর্তমানে মেজর লিগ সকারের দল নিউইয়র্ক সিটির দলপতি ভিয়া বলেন, ‘আমি আশা করছি এবার মেসি দেশের জার্সি গায়ে আরও খুশি মনে ক্ষীপ্রগতিতে খেলবে। তার খেলাই উচিৎ। কারণ ২০১৮’র রাশিয়া বিশ্বকাপ মেসিকে ছাড়া সম্পূর্ণ হবে না। ’
আর্জেন্টিনার জার্সি গায়ে মেসি যেমন সর্বোচ্চ গোলদাতা, তেমনি বার্সার হয়েও সর্বকালের সর্বোচ্চ গোলদাতা মেসি। দেশের জার্সি গায়ে মেজর কোনো শিরোপা না জিতলেও মেসি বার্সার হয়ে জিতেছেন ২৮টি ট্রফি। ক্লাব ক্যারিয়ারে প্রায় সব রেকর্ড নিজের করে রেখেছেন পাঁচবার ব্যালন ডি অর জয়ী মেসি।
বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, ১৩ আগস্ট ২০১৬
এমআরপি