ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

আনন্দ-হতাশার বৃত্তে দুই তৌহিদ

এম.আব্দুল্লাহ আল মামুন খান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৬
আনন্দ-হতাশার বৃত্তে দুই তৌহিদ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর

ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়াম থেকে: দু’জনেরই নাম তৌহিদুল আলম। একজন মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাপ্তান।

তার ডাক নাম সবুজ। আরেকজন মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের আক্রমণভাগের খেলোয়াড়। দু’জনেরই জার্সি নাম্বার ১০। একে অপরের বিপক্ষে তারা জোড়া গোল করেছেন।

দল ড্র করায় বিষন্নতার বৃত্তে ঘুরপাক খাচ্ছেন মোহামেডানের তৌহিদুল আলম সবুজ। আর বাবা-মাকে গোল উৎস্বর্গ করেছেন মুক্তিযোদ্ধার তৌহিদুল আলম তৌহিদ। তার চোখে-মুখে খুশির ঝিলিক। তবে দু’জনেই পরবর্তী ম্যাচসমূহেও নিজেদের সেরাটা ঢেলে দেওয়ার দৃঢ় অঙ্গীকারের কথা জানালেন বাংলানিউজকে।

দু’জনেরই বন্দনায় মেতেছেন দলের কোচ থেকে শুরু করে খেলোয়াড়রাও। শনিবার (১৩ আগস্ট) বিকেলে ম্যাচ শেষে বাংলানিউজের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন দু’ দলের এ দুই নির্ভরযোগ্য তারকা।

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ৫ ম্যাচে ৪ ড্র আর এক পরাজয়ে নিজেদের নামের প্রতি মোটেও সুবিচার করতে পারছে না ঢাকার ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান। ঢাকার প্রিমিয়ার লিগে রেকর্ডবার শিরোপা জিতলেও বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা এখন পর্যন্ত ঘরে তুলতে পারেনি দলটি।

ম্যাচের প্রথমার্ধের ৩০ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে নেন মোহামেডানের তৌহিদুল আলম সবুজ। আর দ্বিতীয়ার্ধের ১১ মিনিটের মাথায় খেলায় সমতা ফিরিয়ে আনেন মুক্তিযোদ্ধার তৌহিদুল আলম তৌহিদ। এরপর ২৭ মিনিটের মাথায় অনেক দূর থেকে একটি লম্বা ক্রসে হেড করে গোল করেন মুক্তিযোদ্ধার তৌহিদ। এ সময় জার্সি তুলে ফেলায় হলুদ কার্ড পান তিনি। এর ঠিক চার মিনিটের মাথায় পেনাল্টি থেকে মোহামেডানের কাপ্তান তৌহিদ গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনেন।

ম্যাচের পুরো সময় মুক্তিযোদ্ধার তৌহিদ মাঠ দাপিয়ে বেড়ালেও কৌশলগত কারণে মোহামেডানের অধিনায়ক তৌহিদকে দ্বিতীয়ার্ধের ৩৬ মিনিটের মাথায় মাঠ থেকে উঠিয়ে নেন জসিম উদ্দিন জোসি।

ম্যাচ শেষে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের তৌহিদুল আলম তৌহিদ বাংলানিউজকে বলেন, জোড়া গোল পেয়ে আমি অনেক খুশি। বাবা-মাকে এ গোল উৎস্বর্গ করেছি। পরের ম্যাচগুলোতেও এভাবেই জ্বলে উঠতে চাই।

আর মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তৌহিদ দুই গোল করেও পরিপূর্ণ খুশি হতে পারেননি। কেন, জানতে চাইলে বলতে থাকেন এভাবে-‘দল ম্যাচ জিততে পারেনি। এ কারণে দুই গোল করেও আমার মন খারাপ। জিততে পারলে খুশি হতাম। ’

এ আসরে ২ ম্যাচ খেলে ৩ গোল পেয়েছেন মোহামেডানের তৌহিদুল আলম সবুজ। ময়মনসিংহ পর্বে টিম বিজেএমসি’র বিপক্ষে এক গোল করেছিলেন। ওই ম্যাচটিতে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয় মোহামেডানকে।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, আগষ্ট ১৩, ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।