ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

দুর্দান্ত জয়ে সুপারকোপায় এগিয়ে গেল বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৫ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৬
দুর্দান্ত জয়ে সুপারকোপায় এগিয়ে গেল বার্সা ছবি: সংগৃহীত

ঢাকা: লুইস সুয়ারেজ ও মুনির এল হাদ্দাদির গোলে সেভিয়ার বিপক্ষে সুপারকোপায় ২-০ ব্যবধানে জয় পেয়েছে বার্সেলোনা। আর প্রথম লেগের এ জয়ের ফলে শিরোপার দিকে এগিয়ে গেল লুইস এনরিক শিষ্যরা।

সেভিয়ার মাঠ স্তাদিও রামন সানচেজ পিজুয়ানে আতিথিয়েতা নেয় বার্সা। তবে খেলার প্রথমার্ধ কেউ কোনো গোলের দেখা না পেলেও মাঠে আধিপত্য বিস্তার করে সেভিয়া। বেশ কয়েকবার স্বাগতিকরা গোলের সুযোগ তৈরি করে।

কিন্তু বিরতির পর নিজেদের ফিরে পায় কাতালানরা। এরই সুবাদে ম্যাচের ৫৪ মিনিটে সফরকারীদের এগিয়ে দেন সুয়ারেজ। আরদা তুরানের সহায়তায় গোলটি করেন গত মৌসুমে বার্সার সর্বোচ্চ গোলদাতা সুয়ারেজ।

এদিকে ম্যাচের ৭৭ মিনিটে তুরানের বদলি ফুটবলার হিসেবে মাঠে নামেন বার্সার ভবিষ্যত তারকা মুনির। চার মিনিট পরেই বাজিমাত করেন তিনি। লিওনেল মেসির পাস থেকে বল পেয়ে বার্সার লিড বাড়ান এই খুদে তারকা।

ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে শেষ পর্যন্ত ২-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে এনরিক শিষ্যরা। আগামী বুধবার বার্সেলোনার মাঠে হবে দ্বিতীয় লেগ।

বাংলাদেশ সময়: ১০১১ ঘণ্টা, ১৫ আগস্ট, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।