ঢাকা: স্প্যানিশ সুপার কাপের শিরোপা নির্ধারণী দ্বিতীয় লেগে খেলতে পারবেন না আন্দ্রেস ইনিয়েস্তা। লা লিগার শুরুতেও দলের সেরা মিডফিল্ডারকে পাচ্ছে না বার্সেলোনা।
এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে স্প্যানিশ জায়ান্টরা। ইনিয়েস্তা দুই সপ্তাহ ও তিন সপ্তাহ মাঠের বাইরে থাকবেন ম্যাথিউ।
সেভিয়ার মাঠে অনুষ্ঠিত (১৫ আগস্ট) সুপারকোপার প্রথম লেগে ২-০ গোলে জিতলেও দুঃসংবাদ বয়ে আনে ইনজুরি। প্রথমার্ধেই মাঠ ছাড়তে বাধ্য হন ইনিয়েস্তা ও ম্যাথিউ। এটি ছিল ২০১৬-১৭ মৌসুমে কাতালানদের প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ।
খেলা শুরুর ২৭ মিনিটেই ডান পায়ের হ্যামস্ট্রিং ইনজুরিতে মাঠ ছাড়েন ম্যাথিউ। তার বদলি হিসেবে নামেন এ মৌসুমেই পিএসজি থেকে ন্যু ক্যাম্পে নাম লেখানো লুকাস ডিগনি। এর আগে ফিটনেস সমস্যায় ফ্রান্সের জার্সিতে ইউরো মিস করেছিলেন তিনি।
১০ মিনিটেরও কম সময় পর ইনিয়েস্তা মাঠ ছাড়ায় বার্সা শিবিরে চিন্তার ভাঁজই পড়ে। ডান হাঁটুতে চোট পাওয়ায় স্প্যানিশ আইকনকে নিয়ে কোনো ঝুঁকি নেননি কোচ লুইস এনরিক।
স্প্যানিশ সুপার কাপের শিরোপা পুনরুদ্ধারে (সবশেষ ২০১৩) এক পা দিয়ে রেখেছ কাতালানরা। ন্যু ক্যাম্পে আগামী বুধবার (১৭ আগস্ট) দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায়।
অন্যদিকে, শনিবার (২০ আগস্ট রাত সোয়া ১০টায়) রিয়াল বেটিসের বিপক্ষে হোম ম্যাচ দিয়ে লা লিগার শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে এনরিকের বার্সা।
বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৬
এমআরএম