ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

দুর্দান্ত জয়ে রিয়ালের লা লিগা প্রস্তুতি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৬
দুর্দান্ত জয়ে রিয়ালের লা লিগা প্রস্তুতি ছবি: সংগৃহীত

ঢাকা: লা লিগায় নতুন মৌসুম শুরুর আগে শিরোপা উদযাপনে মাতলো জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদ। ফ্রেঞ্চ ক্লাব রেইমসের সঙ্গে আট গোলের থ্রিলার উপভোগ করেন গ্যালারি ভর্তি দর্শক।

দারুণ প্রতিদ্বন্দ্বিতার পর প্রীতি ম্যাচটিতে ৫-৩ ব্যবধানে জয়ে টানা ১১ বারের মতো সান্তিয়াগো বার্নাব্যু ট্রফি উ‍ঁচিয়ে ধরে স্প্যানিশ জায়ান্টরা।

ফিটনেস সমস্যায় খেলতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্রামে ছিলেন করিম বেনজেমা। তবে জাতীয় দলের হয়ে ইউরো শেষে গত মৌসুমের পর প্রথমবারের মতো মাঠে নামেন গ্যারেথ বেল ও টনি ক্রস।

সান্তিয়াগো বার্নাব্যুতে খেলা শুরুর আট মিনিটে পিছিয়ে পড়ে স্বাগতিক রিয়াল। রেইমসকে লিড এনে দেন আর্জেন্টাইন ফরোয়ার্ড পাবলো চাভারিয়া। তিন মিনিট বাদেই গোল পরিশোধ করেন ডিফেন্ডার নাচো ফার্নান্দেজ। ৪০ মিনিটে সার্জিও রামোস ও প্রথমার্ধের যোগ করা সময়ে গ্যালাকটিকোদের ৩-১ ব্যবধানে এগিয়ে দেন স্প্যানিশ স্ট্রাইকার আলভারো মোরাতা।

বিরতির পর চার মিনিটের মাথায় বদলি হিসেবে নামা ওদিনের গোলে ম্যাচে ফেরে রেইমস। ম্যাচেও বাড়তি উত্তেজনা যোগ হয়। তবে ৬০ মিনিটে রিয়ালের হয়ে গোলের খাতায় নাম লেখান কলম্বিয়ান তারকা জেমস রদ্রিগেজ।

এর ১৩ মিনিট পরেই ভিজিটরদের তৃতীয় গোল এনে দেন তরুণ ফ্রেঞ্চ ফরোয়ার্ড গ্রেজন কাইয়ি। তিন মিনিট পরেই রেইমসের সমতায় ফেরার লক্ষ্যে পানি ঢেলে দেন মোরাতার স্বদেশী মারিয়ানো ডায়াজ। এরপর দু’দলের কেউই আর জালের দেখা পাননি। ম্যাচ শেষে দুর্দান্ত জয়ের উচ্ছ্বাস নিয়ে মাঠ ছাড়ে জিদানের শিষ্যরা।

রোববার (২১ আগস্ট) রিয়াল সোসিয়েদাদের মাঠে লিগ শিরোপা খরা ঘোঁচানোর মিশন শুরু করবে রিয়াল। খেলা শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত সোয়া ১২টায়। রেকর্ড ৩২ বারের চ্যাম্পিয়নরা সবশেষ লা লিগা জিতেছিল ২০১১-১২ মৌসুমে।

বাংলাদেশ সময়: ১০৫৬ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।