ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

‘ভাল আইডিয়া, রথও দেখা, কলাও বেঁচা’

এম.আব্দুল্লাহ আল মামুন খান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৬
‘ভাল আইডিয়া, রথও দেখা, কলাও বেঁচা’ ছবি:অনিক খান-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়াম থেকে: শিরোপা প্রত্যাশী আবাহনী ও ব্রাদার্স ইউনিয়নের মধ্যকার দ্বিতীয়ার্ধের খেলা সবেমাত্র মাঠে গড়িয়েছে। আর এ সময়টাতেই প্রেস বক্সের ঠিক সামনের গ্যালারিতে দু’টি ব্যানার নিয়ে মানব প্রাচীর গড়েছে খুদে শিক্ষার্থীরা।

ফুটবল দেখতে এসে তারা সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মুলের দৃঢ় অঙ্গীকার নিয়ে পাশাপাশি দাঁড়িয়ে গেলো গ্যালারিতে। সাদা ইউনিফর্মের ময়মনসিংহের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের কন্ঠে ছিল না কোন আওয়াজ।


মিনিট বিশেক তারা ঠাঁয় হয়ে দাঁড়িয়ে রইলো গ্যালারিতে। চোখে ঝাপটা দিলো কোমলমতি শিক্ষার্থীদের জঙ্গিবাদের বিরুদ্ধে এমন অভিনব প্রতিবাদ। স্টেডিয়াম ভর্তি দর্শকদের তখন দৃষ্টি মাঠ ছাপিয়ে গ্যালারিতে।

কোন কোন ফুটবলারও আড় চোখে দেখছিলেন এ মানববন্ধনের দৃশ্যকাব্য।

ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে বুধবার (১৭ আগস্ট) বিকেলে গ্যালারিতে এমন দৃশ্যপট দেখে ঢাকা থেকে বিপিএল কভার করতে আসা একটি জাতীয় দৈনিকের সংবাদকর্মী বলে উঠলেন ‘ভাল আইডিয়া। রথও দেখা, কলাও বেঁচা। ’ তার কথায় সায় দিলেন অন্যান্য সংবাদকর্মীরাও।

গোলপোস্টের পেছনে থাকা ফটোগ্রাফাররাও ম্যাচ ফেলে ছুটতে শুরু করলেন খুদে শিক্ষার্থীদের পানে। বাংলানিউজের সঙ্গে এ সময় সিরাতুল ইসলাম নামে এক শিক্ষার্থী বলেন, ‘গুলশান ও শোলাকিয়ায় ভয়ঙ্কর জঙ্গি হামলার পর আমরা নিরাপত্তা নিয়ে শঙ্কিত ছিলাম। যারা জঙ্গিবাদী কর্মকান্ড করছে তাদের ঐক্যবদ্ধভাবেই নির্মুল করতে হবে। জঙ্গিবাদমুক্ত দেশ গড়ার অঙ্গীকার নিয়েই আমরা গ্যালারিতে ব্যানার নিয়ে এসেছি। নিজেরাই স্বপ্রণোদিত হয়েই এ উদ্যোগ নিয়েছি। ’

গ্যালারিতে অবস্থানরত এ শিক্ষার্থীরা আবাহনী ও ব্রাদার্সের মধ্যকার পুরো ম্যাচ শেষ করেই স্টেডিয়াম ছেড়েছেন। স্টেডিয়ামের সামনে বিদ্যালয়টির এক শিক্ষার্থী বলেন, ‘মানববন্ধনই আমাদের মুখ্য উদ্দেশ্য ছিল না। দু’দলকে উৎসাহ দিতেও মাঠে এসেছি। তবে যারা দেশের মানুষকে নিরাপত্তাহীনতায় রাখতে চায় তাদের চপেটাঘাত করতেই আমরা মানব প্রাচীর গড়েছি। ’

ওদের একটি ব্যানারে লেখা ছিল এমন, ‘সন্ত্রাস নয়, শান্তি চাই, শঙ্কামুক্ত জীবন চাই। ’

বাংলাদেশ সময় ২০০৫ ঘন্টা, আগষ্ট ১৭, ২০১৬

এমএএএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।