ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে দর্শকদের উপচে পড়া ভিড়

এম.আব্দুল্লাহ আল মামুন খান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৬
রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে দর্শকদের উপচে পড়া ভিড় ছবি:অনিক খান-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়াম থেকে: ঠিক ১২ দিন আগে দর্শক সমাগমে উপচে পড়েছিল ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে। এরপর প্রায় প্রতিটি ম্যাচেই দর্শক টানতে পারেনি ১৫ হাজার ধারণমতার এ স্টেডিয়াম।

এ নিয়ে হতাশার বৃত্তে ঘুরপাক খাচ্ছিলো জেলা ক্রীড়া সংস্থাও।

 

কিন্তু চলতি বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) ময়মনসিংহ পর্বের শেষ ম্যাচে ঢাকা আবাহনী ও ব্রাদার্স ইউনিয়নর মধ্যকার খেলায় এদিন গ্যালারিতে দর্শকদের স্ফূলিঙ্গই দেখলো গোটা ময়মনসিংহ। গ্যালারি পূর্ব ও পশ্চিমপ্রান্ত ছিল দর্শকে ঠাসা।

 

প্রথমার্ধের খেলা শেষ হবার পরেও দ্বিতীয়ার্ধেও দর্শকরা টিকিট কেটে মাঠে প্রবেশ করেছেন। এদিন মাঠের বাইরেও ছিল শেষ ম্যাচের উত্তেজনা।

ঢাকার ঘরোয়া ফুটবলে টাকা দিয়েও যেখানে দর্শক মেলে না সেখানে পুরোপুরি যেন ব্যতিক্রম ছিল এ স্টেডিয়াম। টইটুম্বর গ্যালারিতে শুনা গেছে সেই মেক্সিকান ওয়েবও।

বিপিএল’র বেশিরভাগ খেলাতেই রোদের তেজ ছিল ব্যাপক। কিন্তু শেষ ম্যাচ বলেই হয়তো প্রকৃতি নিজের রূপ বদল করেছে। গোটা ম্যাচ জুড়েই মেঘ ফাঁকি দিয়ে সোনামাখা রোদ কিরণ ছড়ালেও তাতে ছিল না দাপট। ছন্দময় বাতাসে আক্রমণাত্মক ফুটবলই দেখেছে দর্শক।

ঢাকা আবাহনী এ লিগে বিগ বাজেটে দল গড়লেও দর্শকদের তারা পুরোপুরি মন ভরাতে পারেনি। গ্যালারিতে ‘আবাহনী’ লেখা প্ল্যাকার্ডের পাশাপাশি তাদেরকে ঘিরেই ছিল যত উচ্ছ্বাস। কিন্তু ইংলিশ প্লেয়ার লি টাক ছাড়া দলটির আর কেউ দর্শকদের বিনোদন দিতে পারেনি।

গ্যালারির পশ্চিম প্রান্তে আবাহনী ক্রীড়া চক্রের সমর্থকদের একজন সিরাজুল ইসলাম বাংলানিউজকে বলেন, ‘ঘাটের পয়সা খরচা করে টিকিট কিনে খেলা দেখতে এসেছি। লি টাক মন ভরিযে দিয়েছে। ওর রংধনু শটের ফ্রি কিক গোলকিপারকে বোকা বানিয়ে বল তিন কাঠিতে স্পর্শ করেছে। কিছুক্ষণের জন্য হলেও মনে হয়েছে এ মাঠে খেলছেন লিওনেল মেসি!’

দর্শকদের ভিড়ে স্টেডিয়ামের সামনের সড়কে এদিন ম্যাচের আগে-পরে ছিল যানজট। যানজট আর জনজট সামলাতে গলদঘর্ম হতে হয় আইন-শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীকেও।

তবে এদিন মাঠে আসা দর্শকরা প্রত্যাশা করেছিলেন গোল উৎসবের । কিন্তু উদ্বোধনী ম্যাচের মতো এদিনও ড্র করেই মাঠ ছেড়েছে দু’ দল। এ নিয়েও আক্ষেপের কমতি ছিল না দর্শকদের মাঝে। ফুটবলের সোনালি সময় ফিরছে, বিপিএল’র ময়মনসিংহ পর্বই হয়তো এ ইঙ্গিত দিয়ে গেলো।

বাংলাদেশ সময় ২০১৮ ঘন্টা, আগষ্ট ১৭, ২০১৬

এমএএএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।