ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

শীর্ষে চট্টগ্রাম আবাহনী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৬
শীর্ষে চট্টগ্রাম আবাহনী ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: বুধবার (১৭ আগস্ট) বিকেলে ময়মনসিংহের রফিকউদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে ঢাকা আবাহনী ও ব্রাদার্স ইউনিয়নের মধ্যকার ম্যাচ দিয়ে শেষ হয়েছে জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের পঞ্চম রাউন্ডের খেলা।
 
আর পঞ্চম রাউন্ড শেষে ৫ ম্যাচের ৩ জয় ও ২ ড্র’য়ে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে চট্টগ্রাম আবাহনী।

সমান সংখ্যক ম্যাচে ২ জয় ও ৩ ড্র’য়ে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে মুক্তিযোদ্ধা সংসদ। সমান সংখ্যক ম্যাচ খেলে সমান সংখ্যক জয় ও ড্রসমেত ৯ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
 
তবে দুর্ভাগ্য শেখ রাসেল ক্রীড়া চক্রের। গেলবারের রানারআপ হয়েও ৫ ম্যাচের ৪ হার ও ১ ড্র’য়ে মাত্র ১ পয়েন্ট নিয়ে টেবিলের একেবারে নিচে অবস্থান করছে এবারের আসরের বিগ বাজেটের এই দলটি।
 
এদিকে বৃহস্পতিবার (১৮ আগস্ট) থেকে শুরু হচ্ছে প্রিমিয়ার লিগের ষষ্ঠ রা‌উন্ডের খেলা। ষষ্ঠ রাউন্ডের খেলা হবে  প্রতিদিন দুটি করে। রাউন্ডের প্রথম ম্যাচে বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকেল চারটায় মুক্তিযোদ্ধা সংসদের মুখোমুখি হবে শেখ রাসেল ক্রীড়া চক্র। আর দ্বিতীয় ম্যাচে একই ভেন্যুতে সন্ধ্যা সাড়ে ৭টায় শেখ জামালকে মোকাবেলা করবে টিম বিজেএমসি।
 
বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, ১৭ আগস্ট, ২০১৬
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।