ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৬
বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রংপুর: রংপুরের বদরগঞ্জ উপজেলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে।

বুধবার (১৭ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ মাঠে এ খেলার উদ্বোধন করেন রংপুর-২ আসনের সংসদ সদস্য আহসানুল হক চৌধুরী ডিউক।

এতে সভাপতিত্ব করেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজি আবেদা গুলশান।

এসময় সেখানে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান সাইদুল ইসলাম, ভাইস-চেয়ারম্যান রুবিনা আখতার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আইয়ুব আলী সরকার, আওয়ামী যুবলীগের আহ্বায়ক পলিন চৌধুরী, উপজেলা শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহম্মেদ ও পিআইও মিজানুর রহমান প্রমুখ।

উদ্বোধনী দিনে দু’টি খেলা অনুষ্ঠিত হয়। সোমবার (২২ আগস্ট) ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।