ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

নেইমার ফুটবলের দানব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৬
নেইমার ফুটবলের দানব

ঢাকা: অলিম্পিকের ফাইনালে জিতলেই অধরা স্বর্ণ ছুঁতে পারবে ব্রাজিল। আর নেইমারকে ঘিরেই অধরা সোনা জয়ের স্বপ্ন দেখছে ব্রাজিল।

দলের কোচ রজারিও মিকেলও বার্সেলোনার এই তারকার পারফর্মে উচ্ছ্বসিত।

হন্ডুরাসের বিপক্ষে সেমিফাইনালে নেইমার গোল করেছেন দুটি। যার প্রথমটি মাত্র ১৫ সেকেন্ডের মাথায়। অলিম্পিক ফুটবলের ইতিহাসে যা দ্রুততম গোলের রেকর্ড। ম্যাচ শেষের আগ মুহূর্তে পেনাল্টি শটে বাকি গোলটি করেন নেইমার।

নিজের সেরা ছাত্র নেইমার প্রসঙ্গে মিকেল জানান, ‘সে ফুটবলের একটা দানব। তার প্রতিভা আছে। তার মতো আরও খেলোয়াড় খুঁজে পেতে আমরা জানতে চাই সে কিভাবে উন্নতি করেছে। এটা বেশ কঠিন হলেও আমরা তা সত্যিই জানতে চাই। ’

ঘরের মাঠের মেগা এই ইভেন্টের শুরুতে নেইমাররা ছিলেন একেবারেই বিবর্ণ! প্রথম দুই ম্যাচেই পুঁচকে দক্ষিণ কোরিয়া ও ইরাকের সঙ্গে ড্রয়ের হতাশায় ডোবে পেলের উত্তরসূরিরা। আসর থেকেই স্বাগতিকদের বাদ পড়ার শঙ্কা জেগেছিল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ডেনমার্ককে ৪-০ গোলে উড়িয়ে দিয়েই স্বরূপে ফিরে নকআউট পর্ব নিশ্চিত করেন নেইমাররা।

শেষ চারে কলম্বিয়াকে ২-০ গোলে হারানোর পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে সেমিতে হন্ডুরাসকে ৬-০ গোলে উড়িয়ে দেয় নেইমারের ব্রাজিল। এর আগে ২০১২ লন্ডন অলিম্পিকের ফাইনালে মেক্সিকোর কাছে হেরে তাদের অধরা গোল্ড মেডেল অধরাই থেকে যায়। এবার স্বাগতিক হিসেবে ব্রাজিলের সামনে আক্ষেপ ঘোঁচানোর সবচেয়ে বড় সুযোগই দেখছেন ফুটবলবোদ্ধারা। আর ফাইনালে নেইমার বাহিনীর সামনে জার্মানি।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, ১৮ আগস্ট ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।