ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

ধুনটে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৬
ধুনটে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনটে ক্রীড়া সংস্থার উদ্যোগে এনইউ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবুর রহমান এমপি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৯ আগস্ট) বিকেল ৪টার দিকে বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ হাবিবুর রহমান এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্টের আয়োজক কমিটির সভাপতি ও ধুনট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রকৌশলী আসিফ ইকবাল সনি।

এ সময় বক্তব্য রাখেন ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম সোবহান, যুগ্ম সম্পাদক মহসিন আলম, উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান, ধুনট সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এসএম মাসুদ রানা, ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহা, সাংবাদিক মাসুদ রানা, আয়োজক কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হোসেন রিপন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি, যুগ্ম সম্পাদক রাশেদ আল আমিন আলম।

উদ্বোধনী খেলায় নাটুয়ারপাড়া কাজিপুর একাদশ বনাম গাবতলী উপজেলা ফুটবল একাদশ অংশগ্রহণ করে। খেলা পরিচালনা করেন জাতীয় দলের সাবেক খেলোয়ার ধুনট পৌর কাউন্সিলর আলী আজগর মান্নান।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৬
এজি/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।