ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের আরেকটি হোঁচট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০০ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৬
ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের আরেকটি হোঁচট ছবি: সংগৃহীত

ঢাকা: গত মৌসুমের চ্যাম্পিয়ন লিচেস্টার সিটির বিপক্ষে জিততে পারেনি আর্সেনাল। গোলশূন্য ড্র হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ এই ম্যাচটি।

 

গত মৌসুমের লিগ শিরোপা জয়ের পথে আর্সেনাল ছাড়া বড় সব দলের বিপক্ষেই পয়েন্ট পেয়েছিল কিং পাওয়ার খ্যাত লিচেস্টার। এবারও সেই ধারাবাহিকতা ধরে রাখলো ক্লদিও রানিয়েরির শিষ্যরা।

লিগের শুরুতে অপেক্ষাকৃত দুর্বল দল হাল সিটির বিপক্ষে শিরোপা ধরে রাখার মিশনে নামলেও সেই ম্যাচে ২-০ গোলে পরাজয়ের স্বাদ নিতে হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। অপরদিকে, লিভারপুলের বিপক্ষে ৪-৩ গোলে হেরে লিগ শুরু করে আর্সেনাল।

বাংলাদেশ সময়: ০৩৫০ ঘণ্টা, ২১ আগস্ট ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।