ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

‘মোটা’ বললে গোল করবেন হিগুয়েন!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৬
‘মোটা’ বললে গোল করবেন হিগুয়েন! ছবি: সংগৃহীত

ঢাকা: এলেন, দেখলেন, জয় করলেন। গঞ্জালেস হিগুয়েনের ব্যাপারে এমনই ঘটেছে।

ইতালির দল বদলের ইতিহাসে রেকর্ড ট্রান্সফার ফি’র বিনিময়ে নাপোলি থেকে জুভেন্টাসে পাড়ি দিয়ে প্রথম ম্যাচেই পেয়েছেন গোলের দেখা।

আর্জেন্টাইন স্ট্রাইকারের গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে সিরিআ চ্যাম্পিয়নরা। যদিও জুভিদের হয়ে মাঠে নামার আগে মুটিয়ে গেছেন এমন অপবাদ শুনতে হয় হিগুয়েনকে।

হিগুইন অবশ্য গত মৌসুম থেকেই বেশ ছন্দে রয়েছেন। সেবার স্তাদিও সান পাওলোর দলটির হয়ে সিরিআর সর্বোচ্চ গোলের মালিক হয়েছিলেন। পরে রেকর্ড ৯০ মিলিয়ন ইউরোর বিনিময়ে তুরিনে পাড়ি দেন। আর এসেই ফিয়েরেন্টিনার বিপক্ষে ২-১ গোলে জয়ের ম্যাচে নায়ক বনে যান।

জুভেন্টাসে যোগ দেওয়ার পর অনুশীলনে হিগুয়েনের সমালোচনা করা হয়। বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, ২৮ বছর বয়সী এ তারকা অতিরিক্ত মেদ বহন করছেন।

তবে প্রথম ম্যাচের পরই সমালোচনার জবাব দিতে গিয়ে হিগুয়েন বলেন, ‘এটা আসলে ভালো যদি কেউ আমাকে মোটা বলেন, তাহলে আমি প্রতিনিয়তই গোল করবো। ‘কাম অন’ আমি ঠিক আছি, গত ২০ দিন আমি কঠোর পরিশ্রম করেছি। আর আমি বুঝতে পারছি না আমার শারীরিক অবস্থা নিয়ে সবাই কেন মাথা ঘামাচ্ছে। ’

এদিকে প্রথম ম্যাচেই গোল করার আনন্দে রিয়াল মাদ্রিদের সাবেক এ তারকা জানান, ‘এমন একটি রাতের স্বপ্ন সবারই থাকে, তবে সবার ভাগ্যে জোটে না। আসলে সেই গোলটি স্বপ্নের মতোই ছিল। আমার গোলটি হয়তো সবার কাছে সহজ মনে হয়েছে, তবে আমি গ্যারান্টি দিতে পারি এটা ছিল খুবই কঠিন। ’

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, ২২ আগস্ট, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।