ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

টুর্নামেন্টে বাংলাদেশের মেয়েরাই ফেভারিট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৬
টুর্নামেন্টে বাংলাদেশের মেয়েরাই ফেভারিট

ঢাকা: ‘ছয় দলের ভেতর থেকে গ্রুপে প্রথম হওয়া অবশ্যই কঠিন। কেননা এই ছয়টি দল থেকে যোগ্যতা অর্জন করবে একটিই দল।

তবে আমাদের মেয়েদের বিগত দুই বছরের আন্তর্জাতিক পারফরমেন্সের ধারাবাহিকতা এই টুর্নামেন্টে ধরে রাখতে পারলে আমরা এখানে শীর্ষস্থানধারী হতে পারবো। এই টুর্নামেন্টে ফেভারিট আমরাই। এখানে আমাদের কঠিন প্রতিপক্ষ ইরান ও চাইনিজ তাইপে। ’ বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী দলের কোচ গোলাম রব্বানি ছোটনের কণ্ঠে এমন প্রত্যাশার কথাই ফুটে উঠেছে।

২৭ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এএফসি অনূর্ধ্ব-১৬ এর ‘সি’ গ্রুপ এর বাছাইপর্বের খেলাকে সামনে রেখে গত আড়াই মাস অনুশীলন করে আসছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দল। ৪৩ জন প্রমীলা ফুটবলার নিয়ে গত ১৩ ‍জুন ট্রায়াল করেছিলেন গোলাম রব্বানি ছোটন। ১৩, ১৪ ও ১৫ জুন ছিল তিন দিনের ট্রায়াল। এখান থেকে প্রাথমিকভাবে ৩২ জন, দেড়মাস পরে তা নিয়ে আসা হয় ২৮ জনে।

এরপর গত রোববার (২২ আগস্ট) এই ২৮ জনের মধ্য থেকে ২৩ জনের স্কোয়াড ঘোষণা করা হয়।

প্রস্তুতির অংশ হিসেবে এরই মধ্যে কৃষ্ণারা সিনিয়র জাতীয় দলের সাথে তিনটি ম্যাচ খেলেছেন, যেখানে তিনটিতেই তারা জাতীয় দলকে হারায়। প্রতিদিন দুই বেলা করে অনুশীলন করা এই মেয়েরাই ফেভারিট হিসেবে নিজেদের মাটিতে নামবে।
 
রোববার (২২ আগস্ট) বিকেলে নারী দলের অধিনায়ক কৃষ্ণা রানী সরকারের কাছে জানতে চাওয়া হয়েছিল, কতটা ভালো করতে পারবেন? উত্তরে তিনি জানান, ‘আমরা সবাই ভালো অনুশীলন করেছি। সিনিয়রদের বিপক্ষে জিতেছি। অনূর্ধ্ব-১৪ তে নেপালে আমরা ইরানকে হারিয়েছি। এবারও ওদের সাথে আমাদের ভালো করার ইচ্ছা আছে। ওরা শক্তিশালী, কিন্তু আমরাও কম না। ফাইট দিয়ে খেলার ইচ্ছে আছে। ’

ভুল বলেননি কৃষ্ণা। কেননা এই অনূর্ধ্ব-১৬ নারী দলে আছেন ২০১৪ সালে নেপালে অনুষ্ঠিত এএফসি অ-১৪ উইমেন রিজিওনাল চ্যাম্পিয়নশিপে খেলা ১২ ফুটবলার। যাদের নিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছিল বাংলাদেশ। তাদের উপস্থিতিতে আর নিজেদের সেরা প্রস্তুতির অংশ হিসেবে কৃষ্ণা এমন দাবী করতেই পারেন।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, ২২ আগস্ট ২০১৬
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।