ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

কখনোই স্পেনে ফিরবেন না মরিনহো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৬
কখনোই স্পেনে ফিরবেন না মরিনহো ছবি: সংগৃহীত

ঢাকা: কোচ হিসেবে স্পেনে ফেরার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন সাবেক রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনহো। লা লিগায় প্রতিযোগিতার ঘাটতির দিক নিয়েও অভিযোগ তোলেন ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নেওয়া ‘স্বঘোষিত স্পেশাল ওয়ান’।

গত বছরের ডিসেম্বরে চেলসি থেকে বরখাস্ত হওয়ার পর মরিনহোর ভ্যালেন্সিয়ার কোচ হওয়ার একটা গুঞ্জন ওঠেছিল। তবে শেষ পর্যন্ত প্রিমিয়ার লিগেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। বেছে নেন ম্যানইউকে।

এক সাক্ষাৎকারে মরিনহো বলেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেডে চুক্তি সম্পন্নের আগে আমি ইতালি বা এমনকি স্পেনে যেতে পারতাম। দুই দেশেই আমার কোচিংয়ের অভিজ্ঞতা রয়েছে। কিন্তু প্রিমিয়ার লিগ স্পেশাল। ’

‘কিছু দেশে, বড় ক্লাবগুলো সব সময়ই আরো বড় হতে চায় এবং অন্যদের ছাপিয়ে শ্রেষ্ঠত্ব পায় যারা আরো ছোট ক্লাবে পরিণত হয়। ইংল্যান্ডে সম্পূর্ণ এর ব্যতিক্রম। সব ক্লাবই এখানে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে টিকে থাকতে চায়। ’-যোগ করেন মরিনহো।

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।