ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

এগিয়ে থেকেও জয়বঞ্চিত শেখ রাসেল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৬
এগিয়ে থেকেও জয়বঞ্চিত শেখ রাসেল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর (ফাইল ফটো)

ঢাকা: এএফসি ২০১৭ প্লে-অফের বাছাইপর্বে ‘সি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে তাইপে ক্লাব তাতুং এফসি’র সঙ্গে ১-১ গোলে ড্র করেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। আর এই ড্র’য়ে তাইপের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হলো কোচ মারুফুল হকের শিষ্যদের।

মঙ্গলবার (২৩ আগস্ট) থিম্পুর চ্যাংলিমিথাং স্টেডিয়ামে কিক অফের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে শেখ রাসেল। বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলমান আসরে খুব একটা ভালো পারফর্ম না করলেও দেশের বাইরে ভালো খেলার লক্ষ্য নিয়েই মাঠে নামে শেখ রাসেল।

আর এমন ধারালো আক্রমণের ধারাবাহিকতায় ৩২ মিনিটে ইকাঙ্গার গোলে ১-০ তে লিড পায় র‌য়্যাল ব্লুজরা।

পিছিয়ে পড়ে প্রথমার্ধেই সমতায় ফিরতে প্রাণপণ চেষ্টা করে তাতুং। কিন্তু শেখ রাসেল রক্ষণভাগের গড়া রক্ষণদূর্গে তাদের প্রতিটি প্রচেষ্টা ব্যাহত হলে পিছিয়ে থেকেই যেতে হয় প্রথমার্ধের বিরতিতে যেতে হয় তাদের।

বিরতির পর সমতায় ফিরতে আক্রমণ ভাগকে আরও শান দিয়ে শেখ রাসেল সীমানায় ঝাঁপিয়ে পড়ে তাইপে ক্লাব তাতুং এফসি। ফলাফলও পেয়ে যায়। ৮১ মিনিটে পেনাল্টি থেকে হুং শি চেং শেখ রাসেলের জালে বল জড়িয়ে দলকে ১-১ এ সমতা এনে দেন। ফলে, দুই দল পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, ২৩ আগস্ট ২০১৬
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।