ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

ফুটবল

ম্যানসিটিতে নাম লেখানোর আরও কাছে ব্রাভো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৬
ম্যানসিটিতে নাম লেখানোর আরও কাছে ব্রাভো ছবি: সংগৃহীত

ঢাকা: ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তি সম্পন্নের লক্ষ্যে ইংল্যান্ডে পা রেখেছেন বার্সেলোনার চিলিয়ান গোলরক্ষক ক্লদিও ব্রাভো। দলবদলের বাজারে সিটিজেন কোচ পেপ গার্দিওলার অধীনে ব্রাভো হবেন নবম খেলোয়াড়।

ম্যানচেস্টার এয়ারপোর্ট তাদের অফিসিয়াল টুইটার পেজে ব্রাভোর বিমানবন্দরে অবস্থানের ছবি পোস্ট করে তাকে স্বাগত জানিয়েছে। জানা যায়, প্রায় দ্বিগুণ বেতনে ৩৩ বছর বয়সী এ গোলরক্ষককে দলে ভেড়াচ্ছে ইংলিশ জায়ান্টরা।

সব ঠিক থাকলে ম্যানসিটির নতুন প্রথম পছন্দের গোলরক্ষক হতে যাচ্ছেন ব্রাভো। জো হার্টের ম্যানসিটি ক্যারিয়ারই এখন হুমকির মুখে পড়লো! ইংলিশ নাম্বার ওয়ানের এভারটনে যোগ দেওয়ার গুঞ্জন উঠছে।

এদিকে, অফিসিয়ালির ব্রাভোর ম্যানসিটি চুক্তির ঘোষণাটা একটু বিলম্ব হতে পারে। আগামী সপ্তাহেই হয়তো তা জানা যাবে। তার বিকল্প হিসেবে আয়াক্সের ডাচ গোলরক্ষক জেসপার সিলিসেনকে দলে টানতে চাইছে বার্সা।

২০১৪ সালে রিয়াল সোসিয়েদাদকে থেকে চার বছরের চুক্তিতে ব্রাভোকে দলে ভেড়ায় বার্সা। এরই মধ্যে কাতালানদের হয়ে সম্ভাব্য সব শিরোপাই জিতেছেন তিনি। কিন্তু তৃতীয় মৌসুমের শুরুতেই ন্যু ক্যাম্প অধ্যায়ের ইতি টানছেন দু’বারের কোপা আমেরিকা জয়ী চিলিয়ান অধিনায়ক।  

বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।