ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

ফুটবল

পিকের চোখে বিশ্বসেরাদের কাতারে নেইমার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৬
পিকের চোখে বিশ্বসেরাদের কাতারে নেইমার ছবি: সংগৃহীত

ঢাকা: অলিম্পিক গোল্ড জয়ই প্রমাণ করেছে নেইমার বিশ্বসেরা খেলোয়াড়দের একজন। ক্লাব সতীর্থকে এভাবেই প্রশংসার জোয়ারে ভাসিয়েছেন বার্সেলোনা সেন্টারব্যাক পিকে।

সেপ্টেম্বরের আন্তর্জাতিক ব্যস্ততা সামনে রেখে ব্রাজিলিয়ান সেনসেশনের ছুটির সময়ও বাড়িয়ে দিয়েছে বার্সা। তাই খুব শিগগিরই তার ন্যু ক্যাম্পে ফেরা হচ্ছে না।

নেইমারের হাত ধরেই নিজেদের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো অলিম্পিক গোল্ড পায় সেলেকাওরা। জার্মানির বিপক্ষে শিরোপা নির্ধারণীতে (২১ আগস্ট) দুর্দান্ত এক ফ্রি-কিকে স্বাগতিকদের লিড এনে দেন দিনি। পরে ১-১ সমতায় ফেরে জার্মানরা। টাইব্রেকারে নেইমারের নেওয়া পঞ্চম শটটি জালে জড়াতেই উল্লাসে মাতে গোটা ব্রাজিল।

অলিম্পিক হিরোর সামনে এবার ২০১৮ বিশ্বকাপ বাছাইপর্বের চ্যালেঞ্জ। আগামী ১ সেপ্টেম্বর ইকুয়েডর ও ৭ সেপ্টেম্বর কলম্বিয়ার মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এ দুই ম্যাচ সামনে রেখে নেইমারকে ব্রাজিলে বাড়তি ছুটি কাটানোর অনুমতি দিয়েছেন বার্সা কোচ লুইস এনরিক।

পিকের অভিমত, দেশকে অধরা গোল্ড মেডেল এনে দেওয়ার পর অতিরিক্ত ছুটি নেইমারের প্রাপ্যই। সতীর্থের ভূয়সী প্রশংসাই করেছেন স্প্যানিশ তারকা, ‘অলিম্পিক গেমসে চূড়ান্ত সাফল্যে নেইমার দেখিয়ে দিয়েছে, সে বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন। এটা তার জন্য সহজ ছিল না কারণ ব্রাজিলের জার্সি গায়ে অনেক চাপ নিয়ে জেতাটা কঠিন। তার টিমমেটদের জন্যও এটা খুবই কঠিন টুর্নামেন্ট ছিল। মূল ব্যাপারটা হচ্ছে, নেইমার এখন আরো কিছুদিন বিশ্রাম উপভোগ করতে পারবে যেটা খুবই ভালো সিদ্ধান্ত ছিল। ’

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৬
এমআরএম

** 
অলিম্পিক হিরোদের নিয়ে ব্রাজিলের বিশ্বকাপ বাছাই টিম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।