ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

ফুটবল

চ্যাম্পিয়ন্স লিগের চূড়ান্ত ৩২টি দল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৬
চ্যাম্পিয়ন্স লিগের চূড়ান্ত ৩২টি দল

ঢাকা: ইউরোপ সেরা ক্লাবগুলোর মহাযজ্ঞ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। ২০১৬-১৭ মৌসুমের এই জমজমাট টুর্নামেন্টের শিরোপার জন্য লড়বে ৩২টি দল।

২২টি দল আগেই ঠিক হয়ে ছিল। গত দু’দিনের প্লে অফ উতরে এবার আরও ১০টি দল যোগ দিয়েছে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, লিচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখের সঙ্গে।

আজ রাতে মোনাকোতে চ্যাম্পিয়ন্স লিগের ড্র অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় রাত ১০টা থেকে সরাসরি সম্প্রচার করবে টেন ২ চ্যানেল। গ্রুপ পর্বের ড্র তে চারটি পটে রাখা হবে ৩২টি দলের নাম। প্রতিটি পাত্রে ৮টি করে দল থাকবে।

প্লে অফের মাধ্যমে উঠে আসা ১০টি দল হলো ম্যানচেস্টার সিটি, লোদোগোরেটস রাজগার্দ, সেল্টিক, কোপেনহেগেন, লেগিয়া ওয়ারশ, ডায়নামো জাগরেব, পোর্তো, রোস্তভ, বরুশিয়া মনশেনগ্লাডবাখ ও মোনাকো।

পট ১: রিয়াল মাদ্রিদ (বর্তমান চ্যাম্পিয়ন, স্পেন), বার্সেলোনা (স্পেন), লিচেস্টার সিটি (ইংল্যান্ড), বায়ার্ন মিউনিখ (জার্মানি), জুভেন্টাস (ইতালি), বেনফিকা (পর্তুগাল), প্যারিস সেইন্ট জার্মেইন (ফ্রান্স) এবং সিএসকেএ মস্কো (রাশিয়া)।

পট ২: অ্যাতলেতিকো মাদ্রিদ, বরুশিয়া ডর্টমুন্ড, আর্সেনাল, সেভিয়া, পোর্তো, নাপোলি, বায়ার লেভারকুজেন এবং ম্যানচেস্টার সিটি।

পট ৩: বাসেল, টটেনহাম, ডায়নামো কিভ, লিও, পিএসভি, স্পোর্টিং পর্তুগাল, ক্লাব ব্রুজ এবং বরুশিয়া মনশেনগ্লাডবাখ।

পট ৪: সেল্টিক, মোনাকো, বেসিকতাস, লেগিয়া ওয়ারশ, ডায়নামো জাগরেব, লোদোগোরেটস রাজগার্দ, কোপেনহেগেন এবং রোস্তভ।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ২৫ আগস্ট ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।