ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

মানিকের কাঁধে শেখ রাসেলের দায়িত্ব

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৬
মানিকের কাঁধে শেখ রাসেলের দায়িত্ব

ঢাকা: দেশের জনপ্রিয় ফুটবল ক্লাব শেখ রাসেল ক্রীড়া চক্রের নতুন কোচ হয়েছেন শফিকুল ইসলাম মানিক। মারুফুল হকের স্থলাভিষিক্ত হলেন তিনি।

শেখ রাসেলের হারানো মনোবল ফেরানোই হবে মানিকের প্রথম কাজ।

মারুফুল হক হাল ছেড়ে দেওয়ার পর শেখ রাসেলকে পথে ফেরানোর দায়িত্ব নিয়েছেন এই কোচ। জাতীয় দলের সাবেক ফুটবলার এবং ঘরোয়া ফুটবলের অন্যতম সেরা এই কোচকে নিয়ে আশাবাদী রাসেল কর্তৃপক্ষ। ভুটানে এএফসি কাপ বাছাই প্লে-অফ খেলে আসার পরপরই পদত্যাগের ঘোষণা দেন মারুফ। ক্লাব কর্তৃপক্ষ তার পদত্যাগপত্র গ্রহণ করেই মানিককে দায়িত্ব দিয়েছে।

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে গতবারের রানার্স-আপ শেখ রাসেল এখনো পর্যন্ত ছয়টি ম্যাচের কোনোটিতেই জিততে পারেনি। ভুটানে এএফসি কাপ বাছাই প্লে-অফ টপকাতে পারেনি মারুফুলের শিষ্যরা। তার অধীনে দুর্বল উত্তর বারিধারার বিপক্ষে অঘটনের হার দিয়ে শেখ রাসেলের পতনের শুরু হয়। এরপর রহমতগঞ্জের কাছেও হারতে হয়েছে তার দলকে। চট্টগ্রাম আবাহনী, মুক্তিযোদ্ধা এমনকি ফেনী সকারের কাছেও তাদের হার। ঘরোয়া ফুটবলে শেখ রাসেলের রেকর্ড বিবেচনায় যা এককথায় অবিশ্বাস্য।

ময়মনসিংহ পর্বে একটি মাত্র ম্যাচ তারা ড্র করতে পেরেছে টিম বিজেএমসির সঙ্গে। এর পরপরই আসে এএফসি কাপ প্লে-অফ উতরানোর চ্যালেঞ্জ। প্রতিপক্ষ ভুটান ও চাইনিজ তাইপের দুটি দল হওয়ায় রাসেলের সম্ভাবনা ভালোভাবেই ছিল। কিন্তু চাইনিজ তাইপের তাতুংয়ের বিপক্ষে শুরুতে এগিয়ে গিয়েও ড্র, পরের ম্যাচে ভুটানের টার্টনসের কাছে ৪-৩ গোলে হেরেই বসে শেখ রাসেল। অথচ এই দুটি ম্যাচে চট্টগ্রাম আবাহনী, শেখ জামাল ও আবাহনীর কয়েকজন সেরা খেলোয়াড়কেও দলে পেয়েছিলেন মারুফুল।

এরপরও ভাগ্য ফেরাতে না পারায় কোচ মারুফুল সম্পূর্ণ দায়ভার নিজের কাঁধে নিয়েই সরে দাঁড়ানোর জন্য চিঠি দিয়েছেন। শেখ রাসেলের পক্ষ থেকে সেই চিঠি গ্রহণ করে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে নতুন কোচ করা হয়েছে শফিকুল ইসলাম মানিককে।

এই অবস্থান থেকে ঘুরে দাঁড়িয়ে দলটিকে আবার লড়াইয়ে ফেরানোটাই নিজের মূল লক্ষ্য হবে বলে জানিয়েছেন মানিক। সর্বশেষ শেখ জামালে কাজ করা এই কোচ এর আগে মুক্তিযোদ্ধার হয়ে লিগ শিরোপা জিতেছেন দুইবার, দুটি জাতীয় লিগ জিতেছেন, তার অধীনে পেশাদার লিগেও মুক্তিযোদ্ধা রানার্স-আপ হয় ২০১১-১২ সালে। রাসেলকে নিয়ে ভালো কিছুর প্রত্যাশা আছে চট্টগ্রাম আবাহনীর হয়ে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ জেতা এই কোচের।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।