ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

গ্রীষ্মকালীন আন্তঃস্কুল মহিলা ফুটবল টুর্নামেন্ট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৬
গ্রীষ্মকালীন আন্তঃস্কুল মহিলা ফুটবল টুর্নামেন্ট

হবিগঞ্জ: গ্রীষ্মকালীন আন্তঃস্কুল মহিলা ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনালে উঠেছে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার তাহের শামছুন্নাহার উচ্চ বিদ্যালয়। বিভাগীয় পর্যায়ে বুধবার (৩১ আগস্ট) সিলেট জেলা মহিলা দলের বিপক্ষে সেমিফাইনালে মুখোমুখি হবে তারা।

 

সকাল ১১টায় সিলেটের মাছিমপুর উচ্চ বিদ্যালয় মাঠে সেমি ফাইনালের খেলাটি অনুষ্ঠিত হবে।

এর আগে গত ২৬ আগস্ট তাহের শামছুন্নাহার উচ্চ বিদ্যালয় মহিলা ফুটবল দলটি জেলা পর্যায়ে খেলে হবিগঞ্জ সদর উপজেলার উচাইল উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

তাহের শামছুন্নাহার উচ্চ বিদ্যালয় মহিলা ফুটবল দলের এ সাফল্যে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের তাদের আরও উন্নতি কামনা করেন।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, ৩০ আগস্ট ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।