ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

লড়াই করেই বিদায় নিল বাংলানিউজ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৬
লড়াই করেই বিদায় নিল বাংলানিউজ ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: টাইব্রেকারের সাডেন ডেথে দুর্ভাগ্যের শিকার হলো বাংলানিউজ টিম! ডিআরইউ (ঢাকা রিপোর্টার্স ইউনিটি) মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিতের ম্যাচে ভাগ্যের সহায়তায় শেষ চারে জায়গা করে নিয়েছে সংবাদ প্রতিদিন।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে এসএম সালাউদ্দিনের জোড়া গোলে খোলা কাগজকে ২-০ ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে উড়ন্ত সূচনা করে বাংলানিউজ।

সমকালের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের (প্রি-কোয়ার্টার ফাইনাল) জয়টি আসে টাইব্রেকারে (২-১)। এ ম্যাচটিতে গোলবারের নিচে দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচ সেরার পুরস্কার জেতেন বিজয়ী দলের অধিনায়ক ও গোলরক্ষক সেরাজুল ইসলাম সিরাজ।

বুধবার (৩১ আগস্ট) সকালে শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে দু’দলের কেউই গোলের দেখা পাননি। নির্ধারিত ২০ মিনিটের খেলা থাকে গোলশূন্য।

ম্যাচ গড়ায় টাইব্রেকারে। খেলায় যোগ হয় উত্তেজনা। শ্বাসরুদ্ধকর পেনাল্টি শুটআউটের প্রথম পাঁচটি শট শেষে ১-১ সমতা বিরাজ করে। দু’দলই চারটি করে শট মিস করে। শেষ পর্যন্ত সাডেন ডেথে গিয়ে খেলার নিষ্পত্তি ঘটে।

সাডেন ডেথে অনেকটা ভাগ্যের সহায়তাই পায় বাংলানিউজের প্রতিপক্ষ দল। তিনটি শটের মধ্যে সবকটিতে বাংলানিউজের ব্যর্থতার বিপরীতে একটি কিক জালে জড়িয়ে ২-১ ব্যবধানের জয়ে ‍তারা সেমিতে পা রাখে। ম্যাচ সেরা হন সংবাদ প্রতিদিনের গোলরক্ষক জিলানি।

এদিন ম্যাচে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলানিউজেটোয়েন্টিফোর.কম এর হেড অব নিউজ মাহমুদ মেনন খান, বিশেষ প্রতিনিধি ও ফুটবল দলের ম্যানেজার শামীম খান এবং বিশেষ প্রতিনিধি মবিনুল ইসলাম।

বাংলানিউজ স্কোয়াড: সেরাজুল ইসলাম সিরাজ (গোলরক্ষক ও অধিনায়ক), এসএম সালাহউদ্দিন, এসএম আব্বাস, রহমান মাসুদ, মাজেদুল নয়ন, শাহজাহান মোল্লা, মেজবাহ-উল-হক, ইকরামুদ্দৌলা ও মাহফুজ।

বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৬
এমআরএম/এইচএল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।