ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

সুয়ান আঘাতে লন্ডভন্ড সিঙ্গাপুর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৬
সুয়ান আঘাতে লন্ডভন্ড সিঙ্গাপুর ছবি: সংগৃহীত

ঢাকা: চাইনিজ তাইপে অধিনায়ক সু ইউ সুয়ানের হ্যাটট্রিকে এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে সিঙ্গাপুরের মেয়েদের ৯-০ গোলে বিধ্বস্ত করেছে চাইনিজ তাইপে। টুর্নামেন্টে এটি তাদের টানা তৃতীয় জয়।


 
বুধবার (৩১ আগস্ট) বঙ্গবন্ধু স্টেডিয়ামে কিক অফের তিন মিনিটে সু ইউ সুয়ানের গোলে ১-০ তে লিড নেয় চাইনিজ তাইপে। ১১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ঝেং ইয়া ঝি। এর ঠিক দুই মিনিট পর দলকে ৩-০ তে এগিয়ে দেন উ দাই লিং।
 
লিংয়ের পর ব্যবধান বাড়ান নিয়েন চিং ইউন। ৩৩ মিনিটে ইউনের দুর্দান্ত প্লেসিং শটে ৪-০ ব্যবধান নিয়ে বিরতিতে যায় চাইনিজ তাইপে।

 
দ্বিতীয়ার্ধে আরও দাপুটে খেলা উপহার দেয় চ্যাং লি চুয়ানের শিষ্যরা। ৫১ মিনিটে উ ইউ জু দলকে ৫-০ ব্যবধান এনে দিলে ম্যাচে থেকেই ছিটকে যায় সিঙ্গাপুর।
 
৭৪ মিনিটে ইউন দ্বিতীয়বারের মত সিঙ্গাপুর জালে বল ঠেলে দিলে ৬-০’র ব্যবধানে পৌঁছে যায় তাইপে। এরপর ৮৩ ও ৮৮ মিনিটে সুয়ান আরও দুবার মিরাদের জালে বল জড়িয়ে তুলে নেন নিজের হ্যাটট্রিক ও দলকে এনে দেন ৮-০ এর অধরা ব্যবধান।
 
চাইনিজ তাইপের শেষ গোলটি আসে ম্যাচের ইনজুরি টাইমে। নির্ধারিত সময়ের শেষে ঝেং ইয়া ঝি দ্বিতীয়বারের মত গোল করে সিঙ্গাপুরের কফিনে শেষ পেরেকটি ঠুঁকে দেন দেন।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, ৩১ আগস্ট, ২০১৬
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।