ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

কালিগঞ্জে ক্ষুদে ফুটবলার বাছাই সম্পন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫১ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৬
কালিগঞ্জে ক্ষুদে ফুটবলার বাছাই সম্পন্ন ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় ক্ষুদে ফুটবলার (অ-১৫) বাছাই সম্পন্ন হয়েছে।

বুধবার (৩১ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদের মাঠে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ও বিকেএসপির তত্ত্বাবধানে ২০ জনকে বাছাই করা হয়।

বাছাই প্রক্রিয়ায় উপজেলার ১২টি ইউনিয়নের প্রায় আড়াই শতাধিক খুদে খেলোয়াড় অংশ নেয়।  

বাছাই প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন বিকেএসপির ফুটবল কোচ জুবায়ের হোসেন পলো, উপজেলা ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ইকবাল আলম, অতিরিক্ত সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম প্রমুখ।

এ ব্যাপারে জুবায়ের হোসেন পলো বাংলানিউজকে জানান, বাছাইকৃত খুদে ফুটবলারদের ৫ দিন প্রশিক্ষণ দেওয়া হবে। পরে তারা জেলা পর্যায়ে বাছাই প্রতিযোগিতায় অংশ নেবে। সেখানে উত্তীর্ণরা বিকেএসপিতে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের সুযোগ পাবে।

বাংলাদেশ সময়: ২২৪৪ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।