ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

ড্র’তেই খুশি হবেন বাংলাদেশের কোচ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৬
ড্র’তেই খুশি হবেন বাংলাদেশের কোচ ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মালদ্বীপের বিপক্ষে জয় নয়, ড্র হলেই খুশি হবেন বলে জানালেন বাংলাদেশের নতুন বেলজিয়ান কোচ টম সেইন্টফিট। দলটির বিপক্ষে বাংলাদেশ শেষবার জিতেছিল ১৩ বছর আগে।

সবশেষ খেলা দুটি ম্যাচেই হেরেছে বাংলাদেশ।
 
বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত দশটায় মালদ্বীপের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ।
 
এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে ওঠার প্লে-অফ ম্যাচের আগের প্রস্তুতি ম্যাচে ড্র করতে পারলেই খুশি থাকবেন বলে জানান বাংলাদেশ কোচ। চোটের কারণে মালদ্বীপ ম্যাচে নেই নিয়মিত অধিনায়ক মামুনুল ইসলাম। মিডফিল্ডার জামাল ভূঁইয়ার খেলা হচ্ছে না কার্ড দেখার কারণে। আর সবকিছু বিবেচনা করে মালেতে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে ড্রয়ের লক্ষ্যের কথা জানান জাতীয় দলের এই নবনিযুক্ত কোচ।
 
সেইন্টফিটের এটাই হচ্ছে বাংলাদেশের কোচ হিসেবে নিজের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। সংবাদ সম্মেলনে তিনি জানান, মালদ্বীপের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের কোচ হিসেবে আমার প্রথম ম্যাচ।   অবশ্যই আমি ভালো করতে চাই। কিন্তু, মালদ্বীপ খুব দ্রুত উন্নতি করেছে। মালদ্বীপকে আমি এ ম্যাচে ফেভারিট হিসেবে এগিয়ে রাখছি। গত বছর তারা বাংলাদেশকে ৩-১ গোলে হারিয়েছে। তবে, আমরা যতটা সম্ভব ভালো কিছু করতে চাই। ম্যাচটি ড্র হলে আমি সন্তুষ্ট থাকব। আর প্রথম অ্যাসাইমেন্টে এই ম্যাচ জিততে পারলে খুব ভালো লাগবে।
 
সেইন্টফিট আরও জানান, ভুটান ম্যাচের আগে এটা আমাদের শুধুই প্রস্তুতি নেওয়ার ম্যাচ। নিজেদের আরও ভালো ভাবে তৈরি করতে এই ম্যাচে ভালো করা জরুরি। কারণ ভুটানের বিপক্ষে আমাদের জিততেই হবে। পাশাপাশি মালদ্বীপের বিপক্ষে খারাপ করলে চলবে না। মালদ্বীপ দক্ষিণ কোরিয়ার মতো দলের বিপক্ষে ড্র করেছে। তাদের সঙ্গে ড্র করতে পারলেই আমি খুশি হব। কারণ, তাদের ফুটবলাররা কৌশলগত দিক দিয়ে আমাদের থেকে দক্ষ।
 
আগামী ৬ সেপ্টেম্বর ঢাকায় ও ১০ অক্টোবর থিম্পুতে ভুটানের সঙ্গে এএফসি কাপের বাছাইপর্বে ওঠার প্লে-অফে মুখোমুখি হবে বাংলাদেশ। অপরদিকে, এএফসি এশিয়ান কাপের কোয়ালিফাইয়িংয়ে লাওসের মুখোমুখি হবে মালদ্বীপ। দুই দলের জন্যই তাই এই প্রস্তুতি ম্যাচের আয়োজন।
 
বাংলাদেশ সময়: ০০৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।