ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

বিদায়ী ম্যাচে জয় দিয়েই শেষ করলেন শোয়াইনস্টাইগার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৬
বিদায়ী ম্যাচে জয় দিয়েই শেষ করলেন শোয়াইনস্টাইগার

ঢাকা: জার্মানির হয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলে ফেললেন মিডফিল্ডার বাস্তিয়ান শোয়েইস্টাগার। আর নিজের শেষ ম্যাচে ডয়েসদের হয়ে জয়ের মুকুট পড়েই বিদায় নিলেন বিশ্বকাপ জয়ী এ তারকা।

বুরুশিয়া পার্কে ফিনল্যান্ডের বিপক্ষে ২-০ গোলে জয় পায় জার্মান।

বুধবার রাতের ম্যাচ শেষে আবেগি হয়ে পড়েন শোয়াইনস্টাইগার। পরে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পদক ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় ৩২ বছর বয়সী ম্যানচেস্টার ইউনাইটেডের এ তারকাকে।

 

২০০৪ সালে জাতীয় দলের হয়ে অভিষেক হয় শোয়াইনস্টাইগারের। এর পর তাকে আর পেছনে ফিরে তাঁকাতে হয়নি। এ সময় তিনি খেলেছেন মোট ১২১টি ম্যাচে যেখানে ২৪টি গোলও করেছেন। তিনটি বিশ্বকাপ খেলা বায়ার্ন মিউনিখের সাবেক এ মিডফিল্ডার ২০১৪ ব্রাজিল বিশ্বকাপ জয়ে দলের সঙ্গী হন।

বাংলাদেশ সময়: ০৯৪২ ঘণ্টা, ০১ সেপ্টেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।