ঢাকা: রাশিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিতে দক্ষিণ আমেরিকা অঞ্চলের প্রতিটি দলের ১২টি করে ম্যাচ বাকি। পাঁচ মাসের বিরতি শেষে ১০ দলের সামনে বাছাইপর্বের চ্যালেঞ্জ।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় ইকুয়েডর-ব্রাজিল, শুক্রবার ভোর সাড়ে ৫টায় আর্জেন্টিনা-উরুগুয়ে ও সকাল ৬টায় প্যারাগুয়ে-চিলি ম্যাচটি শুরু হবে।
হ্যামস্ট্রিং ইনজুরিতে লিওনেল মেসির খেলা নিয়ে একটা শঙ্কা ছিল। কিন্তু দলের সেরা তারকার খেলার ব্যাপারে আশাবাদী ছিলেন আর্জেন্টিনা কোচ এডগার্দো বাউজা। বার্সেলোনা আইকনকে শুরুর একাদশে রাখার মধ্য দিয়ে সেটিই প্রতিফলিত হলো। সব ঠিক থাকলে ক্লাব সতীর্থ সুয়ারেজের মুখোমুখি হতে যাচ্ছেন মেসি।
ঘরের মাঠে ফেভারিট হিসেবেই মাঠে নামবে আলবিসেলেস্তেরা। তবে সুয়ারেজ থাকায় উরুগুয়েকে খাটো করে দেখার উপায় নেই। সব মিলিয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক ম্যাচই উপভোগ করতে যাচ্ছেন দর্শকরা। দু’দলের সবশেষ পাঁচবারের মুখোমুখি লড়াইয়ে তিনটিতে আর্জেন্টিনা ও দুই ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ে উরুগুইয়ানরা।
ব্রাজিলকে প্রথমবারের মতো অলিম্পিক গোল্ড এনে দেওয়ার পর অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ইচ্ছা ব্যক্ত করেছিলেন নেইমার। যদিও কোচ তিতে বার্সা ফরোয়ার্ডের কাঁধেই নেতৃত্বের ভার রাখতে চান। ইকুয়েডর ম্যাচেই তা স্পষ্ট হবে। সবশেষ পাঁচবারের দেখায় সেলেকাওদের একবারও হারাতে পারেনি ইকুয়েডর। তিনটিতে হার ও দুই ম্যাচ ড্রয়ের মুখ দেখে।
পয়েন্ট টেবিলে ছয় ম্যাচ শেষে তিন জয়, দুই ড্র ও এক পরাজয়ে ১১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আর্জেন্টিনা। শীর্ষে থাকা উরুগুয়ের সংগ্রহ ১৩। সমান পয়েন্টে গোল ব্যবধানে পিছিয়ে থেকে দুইয়ে ইকুয়েডর। ১০ পয়েন্টে চারে চিলি। ছয়ে ব্রাজিল। এক পয়েন্ট এগিয়ে থেকে সেলেকাওদের উপরে কলম্বিয়া (১০)। এর পরেই যথাক্রমে প্যারাগুয়ে (৯), পেরু (৪), বলিভিয়া (৩), ভেনেজুয়েলা (১)।
অার্জেন্টিনার শুরুর একাদশ (৪-৩-৩ ফর্মেশন): সার্জিও রোমেরো, গ্যাব্রিয়েল মার্সাডো, মার্টিন দেমিচেলিস, রামিরো ফুনেস মোরি, মার্কোস রোহো, লুকাস বিলিয়া, হাভিয়ের মাশ্চেরানো, এভার বানেগা, লিওনেল মেসি, পাওলো দিবালা, অ্যাঞ্জেল ডি মারিয়া।
উরুগুয়ে (৪-৪-২): ফার্নান্দো মুসলেরা, জোসে জিমেনেজ, দিয়েগো গোদিন, সেবাস্তিয়ান কোয়েটস, আলভারো পেরেইরা, ইগিডিও আরেভালো, আলেক্সিস সানচেজ, ক্রিস্টিয়ান রদ্রিগেজ, মাতিয়াস ভেকিনো, এডিনসন কাভানি, লুইস সুয়ারেজ।
ব্রাজিল (৪-১-৪-১): অ্যালিসন বেকার, দানি আলভেজ, মার্সেলো, মিরান্ডা, ফিলিপে লুইস, লুকাস মৌরা, উইলিয়ান, ক্যাসেমিরো, রেনাতো অগাস্টো, ফিলিপ্পে কুতিনহো, নেইমার।
বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৬
এমআরএম