মৌলভীবাজার: মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৬ উপলক্ষে মৌলভীবাজারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার পৌরসভা কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে বিভিন্ন অনলাইন, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে মৌলভীবাজার পৌর মেয়র ফজলুর রহমান বলেন, যুব সমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। তাছাড়া মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রতি বছর বিভিন্ন মেলা আয়োজনের নামে মদ, জুয়া, হাউজি, বাম্পার সহ বিভিন্ন অশ্লীলতা চালানো হয়। কিন্তু এখন থেকে স্কুল মাঠে মেলা নয়, খেলা হবে।
পৌর মেয়র আরও জানান, ফুটবল টুর্নামেন্টের যাবতীয় সহযোগিতা করবে নাফকো গ্রুপ, বাংলাস্ট্রং লিঃ ও ইলেক্ট্রোলাইট স্পোর্টস ড্রিংকস। নাফকো গ্রুপের পক্ষ থেকে ইতোমধ্যে ৩ লক্ষ টাকা নগদ স্পন্সর করা হয়েছে।
এ সময় বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রেসক্লাব সেক্রেটারি সৈয়দ উমেদ আলী, নাফকো গ্রুপের হেড অব সেলস শামসুদ্দিন খান নাসির ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ৪নং ওয়ার্ড কাউন্সিলর মনবীর রায় মঞ্জু।
ফুটবল টুর্নামেন্টে শুধুমাত্র মৌলভীবাজার পৌরসভার ৯ ওয়ার্ডের ৯টি দল অংশগ্রহণ করবে। আগামী ৩ সেপ্টেম্বর বিকেল ৩ টায় ৬নং ওয়ার্ড বনাম ৭নং ওয়ার্ড ফুটবল দলের খেলার মাধ্যমে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনের আগে ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে মৌলভীবাজারে বর্ণাঢ্য র্যালি করেছেন পৌরবাসী। দুপুর ১২টায় মৌলভীবাজার পৌরসভা প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, ০১ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি