ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

কখনোই বার্সার কোচ হবেন না আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৬
কখনোই বার্সার কোচ হবেন না আনচেলত্তি ছবি: সংগৃহীত

ঢাকা: ক্লাব ফুটবলে অভিজ্ঞতা ও সাফল্যে বিশ্বসেরা কোচদের একজন কার্লো আনচেলত্তি। বর্তমানে তিনি বায়ার্ন মিউনিখের দায়িত্বে।

তার আগে ছিলেন রিয়াল মাদ্রিদে। সাবেক ক্লাবের প্রতি আনুগত্যের বহিঃপ্রকাশই ঝরেছে ইতালিয়ান কোচের কণ্ঠে। স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন, কখনোই গ্যালাকটিকোদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা কিংবা অ্যাতলেতিকো মাদ্রিদের কোচ হবেন না।

রিয়ালের কোচ হিসেবে দুই বছর (২০১৩-১৫) সান্তিয়াগো বার্নাব্যুতে কাটিয়েছিলেন আনচেলত্তি। তার অধীনে ২০১৪ সালে প্রথম মৌসুমেই নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকোকে হারিয়ে অধরা লা ডেসিমা (দশম চ্যাম্পিয়নস লিগ) শিরোপা ঘরে তোলে লস ব্লাঙ্কসরা।

বায়ার্ন-রিয়াল ছাড়াও জুভেন্টাস, এসি মিলান, চেলসি ও পিএসজির মতো বিশ্বমানের ক্লাবের কোচ ছিলেন ৫৭ বছর বয়সী আনচেলত্তি। কোচ হিসেবে তিনবার জিতেছেন ইউরোপ শ্রেষ্ঠত্বের মুকুট চ্যাম্পিয়নস লিগ ট্রফি। মিলানের হয়ে দু’বার (২০০২-০৩, ২০০৬-০৭)।

আনচেলত্তির বিশ্বাস, তার কোচিং ক্যারিয়ারের ইতিহাস বলছে কখনো স্পেনে ফিরলে বার্নাব্যুতেই পা রাখবেন। স্প্যানিশ জনপ্রিয় ক্রীড়াদৈনিক মার্কা’কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘না, আমি কখনোই অ্যাতলেতিকো বা বার্সার কোচ হবো না। আমি এই প্রতিদ্বন্দ্বিতার ইতিহাসকে সম্মান করি। একইসঙ্গে ল্যাজিও বা ইন্টার মিলানকে ট্রেনিং করাবো না। ’

‘এটা আমার স্টোরি এবং এখানে সম্মান খুবই গুরুত্বপূর্ণ। অ্যাতলেতিকো বা বার্সার প্রতি আমার অনেক শ্রদ্ধা রয়েছে। কিন্তু আমি তাদেরকে ট্রেইন করতে পারবো না কারণ, আমি দু’বছর রিয়ালের কোচ ছিলাম। ’-যোগ করেন আনচেলত্তি।

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।