ঢাকা: উঠতি ব্রাজিলিয়ান তারকা গ্যাব্রিয়েল বারবোসাকে ইন্টার মিলানের কাছে বিক্রি করায় সান্তোসের বিপক্ষে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছে বার্সেলোনা। ব্রাজিলের একটি সংবাদপত্রের বরাত দিয়ে গোল ডট কম এমন খবরই প্রকাশ করেছে।
অবশ্য এ বিষয়ে এখনো কোনো অফিসিয়াল বিবৃতি দেয়নি বার্সা। জানা যায়, গ্যাবিগোলের ব্যাপারে ব্রাজিলিয়ান ক্লাবটির সঙ্গে ২০১৩ সালে একটি চুক্তিতে পৌঁছায় কাতালানরা। এরই ধারাবাহিকতায় বারবোসার জন্য প্রস্তাব পাওয়ার পর গত ২৯ আগস্ট বার্সার কাছে প্রয়োজনীয় ডকুমেন্টস পাঠায় সান্তোস। এর একদিন আগেই ইন্টারের খেলোয়াড় হিসেবে চুক্তিবদ্ধ হন সেলেকাওদের জার্সিতে অলিম্পিক গোল্ড জয়ী।
সে যাই হোক, স্প্যানিশ জায়ান্টদের দাবি, এই ডকুমেন্টস নাকি যথেষ্ট বিস্তারিত ছিল না এবং তারা নাকি ইন্টারের সঙ্গে চুক্তি সম্পন্নেরও অনুমতি দেয়নি।
সূত্রমতে, ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা’র কাছে এই ইস্যুটি নিয়ে অভিযোগ করার বিষয়টি বিবেচনা করছে বার্সা। লা লিগা চ্যাম্পিয়নদের বিশ্বাস, সান্তোস চুক্তি লঙ্ঘন করেছে এবং তাদের কাছে ক্ষতিপূরণ দাবি করা হবে।
বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৬
এমআরএম