ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

রুনির বিদায় চান না বেকহাম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৬
রুনির বিদায় চান না বেকহাম

ঢাকা: সম্প্রতি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন ৩০ বছর বয়সী ইংলিশ তারকা ওয়েইন রুনি। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ গোলদাতা এই তারকা জানান, ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন তিনি।

ব্রাজিলে অনুষ্ঠিত ২০১৪ বিশ্বকাপ ব্যর্থতায় স্টিভেন জেরার্ডের অবসর ঘোষণার পর আর্মব্যান্ড যায় রুনির হাতে। সেই থেকেই জাতীয় দলকে নেতৃত্ব দিয়ে আসছেন ম্যানচেস্টার ইউনাইটেড আইকন।

এদিকে, পরবর্তী ম্যাচে মাঠে নামলেই ইংলিশ কিংবদন্তি ডেভিড বেকহামকে ছাড়িয়ে দেশের হয়ে সর্বাধিক ম্যাচ খেলার তালিকায় দ্বিতীয় স্থানটা নিজের করে নেবেন রুনি (১১৫)।  

ইংল্যান্ডের হয়ে নিজের ক্যারিয়ারটা বেশ উঁচুতে রেখে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে চাওয়া রুনি প্রসঙ্গে বেকহাম জানান, ‘দেশের জার্সি গায়ে রুনি বিশ্বকাপের পর অবসর নেবে, এটা কি সত্যিই ঘটবে? অথচ সে জাতীয় দলের জার্সি গায়ে সর্বোচ্চ গোলদাতা। ’

রুনির এমন অবসরের পক্ষে নন বেকহাম। তিনি আরও জানান, ‘অনেকেই রুনিকে দেশের হয়ে খেলা থামানোর কথা বলেছেন। তবে আমি মনে করি দেশের হয়ে সর্বোচ্চ পর্যায়ে খেলা একজন খেলোয়াড় যখন চায় তখন তার অবসর নেওয়া উচিত। ওয়েম্বলির মতো জায়গায় অনেকেই রুনিকে আরও অনেকদিন মাঠে দেখতে চায়। ’

বেকহাম আরও যোগ করেন, রুনিকে নেতিবাচক সমালোচনায় প্রভাবিত হলে হবেনা। তার যতদিন সম্ভব দেশের জার্সি গায়ে খেলা চালিয়ে যাওয়া উচিত। কারণ প্রতিটি ফুটবলারের স্বপ্ন থাকে দেশের জার্সি গায়ে জড়ানোর। প্রত্যেক ফুটবলার তার দেশকে ভালোবাসে। তারা দেশের হয়ে নিজের সেরাটা দিতে বদ্ধ পরিকর। তোমাকে অভিনন্দন, বন্ধু। ’

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, ০৪ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।