ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

ক্যারিয়ারের প্রথম টিমে ফিরতে চান মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৬
ক্যারিয়ারের প্রথম টিমে ফিরতে চান মেসি ছবি: সংগৃহীত

ঢাকা: ক’দিন আগেই লিওনেল মেসির সঙ্গে নতুন চুক্তির আভাস দিয়েছেন বার্সেলোনা প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তোমেউ। অতীতে আর্জেন্টাইন তারকা নিজেও ন্যু ক্যাম্পে ক্যারিয়ার শেষ করার ইচ্ছা ব্যক্ত করেছিলেন।

তবে এবার শৈশবের ক্লাবে ফেরার চূড়ান্ত লক্ষ্যের কথাই জানিয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।

জন্মস্থান রোজারিওর ক্লাব নিউয়েলস ওল্ড বয়েস ছেড়ে ১৩ বছর বয়সে বার্সায় পাড়ি জমান মেসি। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। কাতালানদের জার্সিতে নিজেকে নিয়ে যান সাফল্যের চূড়ায়। জায়গা করে নেন সর্বকালের সেরাদের কাতারে।

আর্জেন্টিনার টেলিভিশন চ্যানেল ‘তেলেফে’র একটি প্রোগ্রামে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, ‘আমি ফিরে আসতে চাই (নিউয়েলসে)। এটা এমন কিছু যেটাতে আমি চোখ রাখছি কারণ, শৈশব বয়সে এটাই আমার স্বপ্ন ছিল। আমি আর্জেন্টিনার ফুটবল ও নিওয়েলসে খেলতে চাই, যেখানে অামি বড় হয়েছি। ’

সম্প্রতি আন্তর্জাতিক ফুটবলে অবসরের সিদ্ধান্ত থেকে সরে এসে জাতীয় দলে ফেরেন ২৯ বছর বয়সী মেসি। কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে স্বপ্নভঙ্গের পর তিনি আর্জেন্টিনার জার্সিকে বিদায় বলে দিয়েছিলেন। এ প্রসঙ্গে মেসির ভাষ্য, ‘ওই সময়ে আমি যা অনুভব করেছিলাম এটা তাই (অবসরের সিদ্ধান্ত)। তখন আমার চারপাশে সবকিছু ধসে পড়ে কারণ ওই মুহূর্তে আমাদের অনুভূতিটা এমনই ছিল। আমরা কেমন দল ছিলাম এবং প্রত্যেকটা ম্যাচে কেমন খেলেছিলাম। ’

‘আমরা সবাই জিততে চাই। আমি দলের হয়ে লড়াই করছি এবং কিছু জেতাটাই আমার স্বপ্ন। এতো কাছে গিয়েও তা না পাওয়াটা ছিল প্রত্যেকের জন্যই বিরাট হতাশাজনক। ’-যোগ করেন মেসি।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।