ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

বেলের কারণে রিয়ালের ড্রেসিংরুমে ক্ষোভ!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৬
বেলের কারণে রিয়ালের ড্রেসিংরুমে ক্ষোভ! গ্যারেথ বেল-ছবি:সংগৃহীত

ঢাকা: স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের ড্রেসিংরুমের পরিবেশ এখন বেশ গরম। এর বড় কারণ হচ্ছেন দলটির সবচেয়ে দামি তারকা গ্যারেথ বেল।

তার আচরণে নাকি ক্ষোভ ঝরছে রিয়াল ড্রেসিংরুমের অন্য ফুটবলারদের মাঝে। তাই সমর্থকরা ধারণা করছেন ফাটল ধরতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে ধনী ক্লাবটির।

ঝামালাটা বেঁধেছে বেলের বিশাল অঙ্কের নতুন চুক্তি নিয়ে। বেলের বর্তমান চুক্তি শেষ হতে তিন বছর বাকি। কিন্তু বর্তমানে যে অঙ্ক ওয়েলস মহাতারকা পান, তাতে নাকি সন্তুষ্ট নন তিনি। আরও বেশি অর্থ দাবি করছেন ক্লাবের কাছে। বছর পিছু যা দাঁড়াচ্ছে প্রায় দেড় কোটি পাউন্ডে! যদিও রিয়াল এখনও বলেনি সেই অর্থ তারা দেবে। কিন্তু বাকি ফুটবলারদের মধ্যে এরই মাঝে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে।

একটি স্প্যানিশ সংবাদপত্রে নাম প্রকাশ না করার শর্তে এক রিয়াল ফুটবলার জানান, বেল এমন কিছুই করেননি যে কারণে তাকে এতো অর্থ দিতে হবে। আর দিলে যে তারা ছেড়ে কথা বলবেন না, সেটাও বুঝিয়ে দেওয়া হচ্ছে।

ইউরো ২০১৬ তে ওয়েলসকে সেমিফাইনালে নিয়ে যাওয়ার পর নিজের গতিবিধি পাল্টে ফেলেছেন বেল। টিমে তিনি নাকি মহাতারকার মেজাজ নিয়ে ঘুরছেন। যা স্বাভাবিকভাবে সতীর্থদের পছন্দ হচ্ছে না। এই অবস্থায় বেলের নতুন অর্থের দাবি ক্লাব মানলে, বিদ্রোহ শুরু হতে দেরি হবে না বলে জানান সেই ফুটবলার।

এদিকে কম যাচ্ছেন না আরেক তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। সমস্যাটা আলভারো মোরাতাকে নিয়ে। মোরাতা আবার রিয়ালে ফিরে আসায় জট লেগে যাচ্ছে । মোরাতা চান স্ট্রাইকার হিসেবে শুরু থেকে মাঠে খেলতে। কিন্তু সিআর সেভেন তাকে মোটেও পছন্দ করছেন না বলে সংবাদমাধ্যমের গুঞ্জন। পর্তুগিজ তারকা চাইছেন শুরুর একাদশে করিম বেনজেমা থাকবে ফরোয়ার্ড লাইনে, মোরাতা নন। এসব নিয়ে বেল-বিতর্কের মধ্যেও নতুন ঝামেলার আগুনে পুড়তে হতে পারে রিয়ালকে।

বাংলাদেশ সময় ১৫১৮ ঘণ্টা, ০৫ সেপ্টেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।